অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ২৯শে ডিসেম্বর ২০২৫ | ১৫ই পৌষ ১৪৩২


ভোলায় আশ্রয় কেন্দ্র পরিদর্শনে তোফায়েল আহমেদ : শুকনো খাবার বিতরণ


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৪ই মে ২০২৩ রাত ১২:৩১

remove_red_eye

৩১৪




বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলায় শনিবার রাতে ঘুর্ণিঝড় আশ্রয় কেন্দ্র গুলোতে আশ্রয় নেয়া মানুষের খোঁজ নেয়ার পাশাপাশি শুকনো খাবার বিতরণ করেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সাবেক মন্ত্রী ও ভোলা-১ আসনের সংসদ সদস্য তোফায়েল আহমেদ।
শনিবার সন্ধ্যার পর সদর উপজেলার ইলিশা ইউনিয়নের মৌলভীরহাট ফাজিল মাদরাসা আশ্রয় কেন্দ্রে অবস্থান নেয়া প্রায় দুই শতাধিক মানুষের মাঝে তিনি শুকনো খাবার বিতরণ কালে সাংবাদিকদের বলেন, দুর্যোগের খবর পেয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আমারমত বয়সী মানুষও ছুটে এসেছি।  ঘূর্ণি ঝড় মোখা মোকাবেলায় আমাদের সর্বাত্মক প্রস্তুতি রয়েছে। সবাইকে নিরাপদে থাকার কথা বলতে এসেছি। কিন্তু বিএনপির  একটা রাজনৈতিক দল মানুষের দুরদিনে পাশে দাড়ায় না। তাদের একটাই স্ট্যান্ডবাজি আছে ,তারা  বক্তৃতা দেয় সরকারের বিরুদ্ধে। আজকে বাংলাদেশে উন্নয়নের ছোয়া লেগেছে এটা তাদের চোখে পড়ে না। বিএনপি একটা ছোট মনের রাজনৈতিক দল। ওদের মধ্যে মনুসত্ব নেই। আমার মতো লোক আজকে এখানে এসেছি। কোই বিএনপির কেউ আসেনি। তারা রাজনৈতিক বক্তৃতা দেয়, মাঠে নেই । মানুষের কাছে নেই। জনগন বিচ্ছিন্ন। জনগনের আর্তসেবায় মানবতা এটা তাদের মধ্যে নেই।  তিনি বিএনপির উদ্দ্যেশ্যে আরো বলেন, তারা টেলিভিশনের সামনে বক্তৃতা দেয়া, ষ্টান্ডবাজি করা। আমরা সেগুলো করি না। আমরা মানুষের পাশে থাকি। যেমন আজকে দুর্যোগের মধ্যে মানুষের পাশে এসেছি। করোনার ২ বছর আমি হাজার হাজার মানুষকে খাবার দিয়ে সাহায্য করেছি। বিএনপির মধ্যে মানবতা বোধ নেই। আমাদের মধ্যে আছে।
এদিকে তোফায়েল আহমেদ ইলিশা, কাচিয়া, তুলাতুলি এলাকায় নদী পাড়ের মানুষের খোঁজখবর নেন। খাবার বিতরণ করেন।
 এ সময় উপস্থিত ছিলেন , জেলা পরিষদের চেয়ারম্যান,জেলা আওয়ামী লীগের সহসভাপতি আবদুল মমিন টুলু, সদর  ইউএনও মোঃ তৌহিদুল ইসলাম,  ভোলা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মইনুল হোসেন বিপ্লব, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ সফিকুল ইসলাম, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মো: ইউনুছ, ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন ছোটনসহ স্থানীয় নেতৃবৃন্ধ।





আরও...