অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৩০শে ডিসেম্বর ২০২৫ | ১৫ই পৌষ ১৪৩২


স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি হলেন ভোলার চরফ্যাশনের রাসেল মাহমুদ


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৩ই মে ২০২৩ সন্ধ্যা ০৭:৫৩

remove_red_eye

৫৪৩

বাংলার কণ্ঠ প্রতিবেদক: বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন  ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র, ভোলা জেলার চরফ্যাশন উপজেলার কৃতি সন্তান রাসেল মাহমুদ। গত বৃহস্পতিবার (২০ এপ্রিল) বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশক্রমে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।
 
জানা যায়, রাসেল মাহমুদ  ভোলা জেলার চরফ্যাশন পৌরসভার ২নং ওয়ার্ডের  টি, বি হাই স্কুল সংলগ্ন মরহুম তাহেরুল আবেদীনের  কৃতি সন্তান । তার পিতা তাহেরুল আবেদীন বিএনপি'র প্রতিষ্ঠাতার চরফ্যাশনের থানার সাধারণ সম্পাদক ছিলেন। কারা নির্যাতিত নেতা রাসেল মাহমুদ কিছুদিন আগে দীর্ঘ ৫০ দিন ঢাকা কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে কারাবরণ করে জামিনে মুক্ত হন। এরআগে রাসেল মাহমুদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি জসীমউদ্দীন  হল শাখার ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস শাখা ছাত্রদলের যুগ্ম সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য, ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির ক্ষুদ্র ও কুটির শিল্প বিষয়ক সম্পাদক এবংসেবক দলের কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক ছিলেন। 
 
 রাসেল মাহমুদ বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি  নির্বাচিত হওয়ায় বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও  সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, যেকোনো অধিকার আদায়ের আন্দোলন সংগ্রামে দলের নির্দেশনা মেনে রাজপথে থাকবো ইনশাআল্লাহ।
 
এদিকে,রাসেল মাহমুদ  বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি নির্বাচিত হওয়ায় তাকে বিএনপির  বিভিন্ন সংগঠন ও শুভাকাঙ্ক্ষীরা সামাজিক যোগাযোগের মাধ্যমে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।

 





আরও...