অনলাইন সংস্করণ | ভোলা, শুক্রবার, ১লা নভেম্বর ২০২৪ | ১৬ই কার্তিক ১৪৩১


ভোলায় বিশেষ অভিযানে তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১২ই ফেব্রুয়ারি ২০২০ রাত ০২:২৪

remove_red_eye

৬৮৬



বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলায় গোয়েন্দা পুলিশের পৃথক অভিযানে ইয়াবা ও গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। সোমবার রাতে সদর উপজেলার বাপ্পা ও আলিনগরইউনিয়ন থেকে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলেন, সদর উপজেলার বাপ্তা ইউনিয়নের চেউয়াখালী এলাকার বাসিন্দা মোঃ বাবুল ছৈয়ালের ছেলে মোঃ মেহেদী হাসান (২২), আলীনগর ইউনিয়নের সাচিয়া এলাকার বাসিন্দা মোঃ মোফাজ্জল হোসেনের ছেলে মোঃ রাসেদ (২৩) ও দৌলতখান উপজেলার চরখলিফা ইউনিয়নের বাসিন্দা মোহাম্মদ সেলিম হাওলাদারের ছেলে মোহাম্মদ মনির হাওলাদার (২৫ )।ভোলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা পুলিশের একটি দল সদর উপজেলার বাপ্তা ইউনিয়নের চেউয়াখালী ২ নং ওয়ার্ডে অভিযান চালায় এসময় ২০ গ্রাম গাঁজাসহ মেহেদী হাসানকে আটক করা হয়।এছাড়া অপর একটি দল সদর উপজেলার আলীনগর ১ নং ওয়ার্ডে অভিযান চালায়ে রাসেল ও মনিরকে ২৫ পিস ইয়াবাসহ আটক করে।
আটকদের বিরুদ্ধে ভোলা সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা হয়েছে বলেও জানান ওসি।