অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


এসএসসি ও দাখিল পরীক্ষায় দৌলতখানে ৩ জন বহিষ্কার


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১২ই ফেব্রুয়ারি ২০২০ রাত ০১:৩৬

remove_red_eye

৭০৮



দৌলতখান প্রতিনিধি : ভোলার দৌলতখানে এস.এস.সি ও সমমানের দাখিল গণিত পরীক্ষায় তিন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। মঙ্গলবার  পরীক্ষা চলার সময় অসদুপায় অবলম্বনের দায়ে তাদের বহিষ্কার করা হয়।
বহিষ্ককৃতরা হলেন, দৌলতখান সরকারি বালক উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের এস.এস.সি কেন্দ্রের জাহিদ হোসেন রোল নম্বর ২১২৩২৫, মাহাবুব আলম রোল নম্বর ৮১১৬৯০, অপরদিকে দৌলতখান সরকারি আবু আবদুল্লা কলেজ দাখিল মাদরাসা কেন্দ্রের জুইয়েনা আক্তার রোল নম্বর ২০৬৯৮১। এসব তথ্য নিশ্চিত করেছে দৌলতখান সরকারি বালক উচ্চ মাধ্যমিক বিদ্যালয় এস.এস.সি কেন্দ্র সচিব শীব শংকর দেব নাথ ও দৌলতখান সরকারি আবু আবদুল­া কলেজ দাখিল মাদরাসা কেন্দ্র সচিব অধ্যক্ষ মাওলানা আবদুছ ছামাদ।