অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৩০শে ডিসেম্বর ২০২৫ | ১৬ই পৌষ ১৪৩২


লালমোহনে আন্তর্জাতিক নার্স দিবস পালিত


লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ১২ই মে ২০২৩ সন্ধ্যা ০৬:৪২

remove_red_eye

২৭৬

লালমোহন প্রতিনিধি: ‘আমাদের নার্স, আমাদের ভবিষ্যৎ’ এ প্রতিপাদ্যে ভোলার লালমোহনে পালিত হয়েছে আন্তর্জাতিক নার্স দিবস। দিবসটি উপলক্ষে শুক্রবার সকালে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাঙ্গনে একটি র‌্যালি অনুষ্ঠিত হয়।
পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হলরুমে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মো. মহসিন খান।
বক্তব্যে তিনি বলেন, হাসপাতালগুলোতে চিকিৎসায় ডাক্তার এবং রোগীদে মধ্যে সেতুবন্ধন হিসেবে নার্সরা নিরলসভাবে কাজ করেন। তাদের আন্তরিক সেবায় একজন রোগী পরিপূর্ণভাবে সুস্থ্য হয়ে উঠেন। তাই এসব নার্সদের সাফল্য কামনা করছি।
এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. প্রতিভা দাস স্বর্ণা, নার্সিং সুপারভাইজার দিপালী রাণী দে এবং তাসলিমা বেগমসহ হাসপাতালের সিনিয়র স্টাফ নার্সগণ।





আরও...