অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


তজুমদ্দিনে পাঁচ জুয়ারি আটক


তজুমদ্দিন প্রতিনিধি

প্রকাশিত: ১২ই মে ২০২৩ সন্ধ্যা ০৬:৪০

remove_red_eye

২৫৪

এম নয়ন, তজুমদ্দিন প্রতিনিধি : ভোলার তজুমদ্দিনে জুয়া খেলারত অবস্থায় পাঁচ জুয়ারিকে আটক করেছে পুলিশ।
বুধবার রাতে উপজেলার চাঁচড়া ইউনিয়নের ১নং ওয়ার্ড আনন্দ বাজার এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলেন, মোঃ আলাউদ্দিন, মোঃ সোহাগ , মোঃ ইমন , মোঃ জসিম , মোঃ আলাউদ্দিন।
জানা যায়, ওয়ারেন্ট তামিল ও মাদক উদ্ধারের বিশেষ অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে তজুমদ্দিন থানার এসআই রাশেদুল ইসলাম ও সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে আনন্দ বাজার এলাকার গিয়াস উদ্দিনের মুদি দোকানের মধ্যে জুয়া খেলারত অবস্থায় পাঁচ জুয়ারি কে আটক করেন। এ সময় গ্রেপ্তার ব্যক্তিদের জুয়া খেলার স্থান হইতে নগদ টাকা, জুয়া খেলার খোলা তাস আলামত হিসেবে জব্দ করা হয়।

তজুমদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাকসুদুর রহমান মুরাদ বলেন, এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে জুয়া আইনে আইনগত ব্যবস্থা গ্রহনে জন্য আদালতে প্রেরণ করা হয়েছে।