অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ২৯শে ডিসেম্বর ২০২৫ | ১৫ই পৌষ ১৪৩২


বিদেশ গিয়ে প্রতারণার শিকার নারীদের পুনর্বাসনে ভোলায় সচেতনতামূলক সভা


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১২ই মে ২০২৩ সন্ধ্যা ০৬:২৮

remove_red_eye

২৩৬

বাংলার কণ্ঠ প্রতিবেদক: বিদেশ থেকে প্রতারিত হয়ে ফিরে আসা নারীদেরকে সামাজিক ও অর্থনৈতিকভাবে পূণর্বাসনের লক্ষ্যে গ্রমীণ নারীদের নিয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার বিকালে ভোলা সদর উপজেলার উত্তর দীঘলদী ইউনিয়নের গজারিয়া গ্রামে প্রায় ত্রিশটি পরিবারের নারীদের নিয়ে ওই সভা অনুষ্ঠিত হয়। বেসরকারি উন্নয়ন সংস্থা আভাস (এ্যাসোসিয়েশন অব ভলান্টারি এ্যাকশনস ফর সোসাইটি) এই সচেতনতামূলক সভার আয়োজন করেছে। স্থানীয় সমাজ সেবক মাহাবুব হোসেনের সভাপতিত্বে সভায় সংস্থার লক্ষ্য উদ্দেশ্য এবং বিদেশ ফেরত প্রতারণার শিকার নারীদের পূণর্বাসনে করণীয় বিষয় তুলে ধরে বক্তব্য রাখেন আভাস প্রতিনিধি রাম প্রসাদ। 
 
এসময় আভাস প্রতিনিধি জানান, "রিইন্ট্রিগ্রেশন অব রিটার্নিং মাইগ্রেন্ট ওয়ার্কারস্ ইন বাংলাদেশ" প্রকল্পের আওতায় মানুষের জন্য ফাউন্ডেশন ও ব্র্যাক এর সহযোগিতায় এবং সুইজারল্যান্ডের আর্থিক সহায়তায় ভোলার চারটি উপজেলায় বিদেশ ফেরত এসব নারীদের পূণর্বাসনে কাজ করছে আভাস। তিনি আরও জানান, এ ধরণের নারীদের পূণর্বাসনের জন্য তাদেরকে সচেতন করে তোলার পাশাপাশি বিভিন্ন প্রশিক্ষণ দিয়ে দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তোলাই এই প্রকল্পের মূল লক্ষ্য। 
 


 

 

 





আরও...