অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৩০শে ডিসেম্বর ২০২৫ | ১৬ই পৌষ ১৪৩২


পাল্টা হামলার আগে ইউক্রেনের সময় দরকার : জেলেনস্কি


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১২ই মে ২০২৩ বিকাল ০৪:৪৫

remove_red_eye

২১৫

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি  বলেছেন, রুশ বাহিনীর বিরুদ্ধে বড়ধরনের পাল্টা হামলার শুরু করার আগে ইউক্রেনের আরও সময় প্রয়োজন। বিবিসি’কে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন। জেলেনস্কি বিবিসি’কে বলেন, যুক্তরাজ্য কিয়েভকে সাহায্য করার জন্য দূরপাল্লার কম পর্যক্ষেণযোগ্য ক্রুজ ক্ষেপণাস্ত্র ‘স্টর্ম শ্যাডো’  পাঠানোর প্রস্তুতি নিচ্ছে।
ব্রিটেনের সিদ্ধান্তে দেশটি কিয়েভকে দূর-পাল্লার ক্ষেপণাস্ত্র সরবরাহকারী প্রথম দেশ হয়ে উঠবে। ব্রিটেন বাহিনীগুলোর একটি নতুন দলকে প্রশিক্ষণ দিচ্ছে এবং পশ্চিমা সরবরাহকৃত যুদ্ধাস্ত্র ও হার্ডওয়্যার মজুদ করছে। খবর এএফপি’র।
বিশ্লেষকরা বলছেন, পাল্টা হামলার সময় নিয়ে প্রশ্ন থেকে গেলেও এসব পদক্ষেপ রাশিয়ার দখলকৃত অঞ্চল পুনরুদ্ধার করার মূল বিষয় হয়ে উঠবে।
বৃহস্পতিবার প্রকাশিত বিবিসি’কে দেওয়া এক সাক্ষাৎকারে জেলেনস্কি বলেন, আমরা মানসিকভাবে প্রস্তুত। তবে তিনি বলেন, আমাদের যা আছে তা দিয়ে আমরা এগিয়ে যেতে পারি এবং সফল হতে পারি। কিন্তু সেক্ষেত্রে আমরা অনেক মানুষকে হারাবো। আমি মনে করি এটা অগ্রহণযোগ্য। তিনি বলেন, তাই আমাদের অপেক্ষা করতে হবে। আমাদের আরো একটু সময় দরকার।
তবে রাশিয়ার ওয়াগনার প্রাইভেট মিলিটারি কোম্পানির প্রধান ইয়েভজেনি প্রিগোজিন এক সাক্ষাতৎকারে জেলেনস্কিকে অসৎ অভিহিত করে বলেন, ইউক্রেনের পাল্টা হামলা পুরোদমে চলছে।

সুত্র বাসস

 





আরও...