অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


তজুমদ্দিনে গাঁজাসহ দুইজন আটক


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১২ই ফেব্রুয়ারি ২০২০ রাত ০১:২২

remove_red_eye

৬৯৯



তজুমদ্দিন সংবাদদাতা : ভোলার তজুমদ্দিনের পুলিশ গাঁজাসহ দুইজনকে আটক করেছে। মঙ্গলবার ওই দুইজনকে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে কোর্টের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। থানা অফিসার ইন-চার্জ এসএম জিয়াউল হক জানান, সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার দক্ষিণ খাশেরহাট বাজারের স্ব-মিলের কাছ থেকে ১৯ পুরিয়া গাঁজাসহ দুইজনকে আটক করা হয়। তারা হলো- শম্ভুপুর ইউনিয়নের ৬ নং ওয়াডের হাবিবুল্লার ছেলে মোঃ নয়ন (২৮), কালাম মাঝির ছেলে মোঃ সেলিম (৩০)। পরে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুইজনকে কোর্টের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।