অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ২৯শে ডিসেম্বর ২০২৫ | ১৫ই পৌষ ১৪৩২


ঘূর্ণিঝড় মোকাবেলায় ভোলায় প্রশাসনের ৩ ধাপে প্রস্তুতি


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১০ই মে ২০২৩ রাত ১০:১৩

remove_red_eye

৩১৬

বাংলার কন্ঠ প্রতিবেদক: ঘূর্ণিঝড় মোখার কারণে উপকূলীয় দ্বীপ জেলা ভোলায় এখনো তেমন কোন প্রভাব পরেনি। নদী এখনো উত্তাল হয়ে ওঠে নি।  দিনভর ছিল আকাশে রোদ ও তীব্র গরম। অসহনীয় গরমে সাধারণ মানুষ ছিলো বিপাকে। বিশেষ  করে শ্রমজীবী মানুষ দুর্ভোগ ছিলো।
এদিকে ঘূর্ণিঝড় মোকাবেলায় ভোলা জেলা প্রশাসনের পক্ষ থেকে নানা ধরনের পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
ভোলা জেলা প্রশাসক মোঃ তৌফিক ইলাহী চৌধুরী বুধবার দুপুরে সাংবাদিকদের জানান, ইতোমধ্যে জেলার ৭৬৬ টি আশ্রয় কেন্দ্রে  প্রস্তুত করা হচ্ছে।১৩ হাজার ৬০০ জন ভলান্টিয়ারকে প্রস্তুত করা হয়েছে। তাদের নিয়ে মহড়া দেয়া হবে। জেলা যারা  সাগরে বা  দূরবর্তী স্থানে রয়েছে তাদের কে খবর পাঠানো হচ্ছে। বেড়িবাঁধের তদারকি চলছে। মেডিকেল টিম গঠন করা হচ্ছে। বিদ্যুৎ এবং ফায়ারসার্ভিস কর্মীরা প্রস্তুত রয়েছেন।

জেলা প্রশাসক আরো জানান, ৩ টি ধাপে ঘুনিঝড় মোখা মোকাবেলায় কাজ করা হচ্ছে। ঘূর্ণিঝড় পূর্ববর্তী প্রস্তুতি,ঘূর্ণিঝড় কালিনা ও ঘূর্ণিঝড় পরবর্তী উদ্ধার অভিযানের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।





আরও...