অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৩০শে ডিসেম্বর ২০২৫ | ১৬ই পৌষ ১৪৩২


লালমোহনে ৯৯৯-এ কল পেয়ে দুই জুয়াড়িকে আটক


লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ১০ই মে ২০২৩ রাত ০৯:০৩

remove_red_eye

২০৭

লালমোহন প্রতিনিধি: ৯৯৯-এ কল পেয়ে অভিযান চালিয়ে দুই জুয়াড়িকে আটক করেছে ভোলার লালমোহন থানা পুলিশ। বুধবার দুপুরে ৯৯৯-এ আসা ওই কলের তথ্যের ওপর ভিত্তিতে উপজেলার রমাগঞ্জ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের একটি বাগানের মধ্য থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন- ওই ইউনিয়নের ভূঁইয়া বাড়ির মৃত আব্দুল মালেকের ছেলে শাহিন এবং ১ নম্বর ওয়ার্ডের আব্দুর রব মিয়ার ছেলে আজিজুল হক।  
এ ব্যাপারে লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুর রহমান বলেন, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে তথ্য পেয়ে রমাগঞ্জ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সিকদার বাড়ির পিছনের বাগানে অভিযান চালায় পুলিশের একটি টিম। অভিযানে দুইজনকে আটক করতে সক্ষম হলেও আসর থেকে পালিয়ে যায় আরো অন্তত ৭-৮জন জুয়াড়ি। আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।





আরও...