অনলাইন সংস্করণ | ভোলা, শুক্রবার, ১লা নভেম্বর ২০২৪ | ১৬ই কার্তিক ১৪৩১


ভোলায় ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১১ই ফেব্রুয়ারি ২০২০ রাত ০৩:৪২

remove_red_eye

৫১৫



বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলায় বিশেষ অভিযানে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। শনিবার রাত ১২টার দিকে সদর উপজেলার পূর্ব ইলিশা ইউনিয়নের গুপ্তমুন্সি এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলেন, চরনোয়াবাদ ০৪ নং ওয়ার্ডের বাসিন্দা মোঃ সালাউদ্দিনের ছেলে মোঃ নিরব হোসেন (২৩) ও চরকালী ০১ নং ওয়ার্ডের বাসিন্দা মোঃ আব্দুল সাওারেল ছেলে মোঃ তাইবুর রহমান (৩০ ) ।
ভোলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা পুলিশের একটি দল চরসামাইয়া ইউনিয়নের ০১ নং ওয়ার্ডে অভিযান চালায়। এ সময় ১০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী নিরব ও তাইবুর রহমানকে আটক করা হয়।
আটকদের বিরুদ্ধে ভোলা সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে বলেও জানান ওসি।