অনলাইন সংস্করণ | ভোলা, শুক্রবার, ১লা নভেম্বর ২০২৪ | ১৬ই কার্তিক ১৪৩১


ভোলা ইটভাটা মালিক সমিতির কমিটি গঠন দুলাল সভাপতি ও বিপ্লব সম্পাদক


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১১ই ফেব্রুয়ারি ২০২০ রাত ০৩:৩৫

remove_red_eye

৯৬৯



বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলা জেলা ইটভাটা মালিক সমিতির কমিটি গঠন করা হয়েছে। শনিবার ভোলা সার্কিট হাউজে ভোলা জেলা ইটভাটা মালিক সমিতির বাৎসরিক বর্ধিত সভায় মো: মোশারেফ হোসেন দুলালকে সভাপতি ও মইনুল হোসেন বিপ্লবকে সাধারণ সম্পাদক করে ১১ সদস্য বিশিষ্ট ত্রি-বার্ষিক কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।
ইটভাটা মালিক সমিতির পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে তারা জানান, তাদের বর্থিত সভায় ইটভাটা মালিক সমিতির সভাপতি মো: মোশারেফ হোসেন দুলালের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ভোলা জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক,বিশেষ অতিথি ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার মো: শাফিন মাহামুদ। এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মামুন আল ফারুক,ভোলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো: আবদুল মালেক, ভোলা কাস্টমস্ এক্সসাইজ ও ভ্যাট অফিসের রাজস্ব কর্মকর্তা ডি জে গোপালসহ ইটভাটার মালিকগন। ভোলা জেলা ইটভাটা মালিক সমিতির অন্যান্য সদস্যরা হচ্ছেন, সিনিয়র সহ সভাপতি মো: মামুনুর রশিদ বাবুল,সহ সভাপতি জয়নাল আবেদীন আকন্দ,যুগ্ন সাধারণ সম্পাদক মো: আইয়ুব আলী আবু মিয়া,সহ সাধারন সম্পাদক মো: জাহিদ হোসেন সৌরভ, সাংগঠনিক সম্পাদক মো: তরিকুল ইসলাম কায়েদ, অর্থ সম্পাদক মো: আবদুল কাদের খোকন গোলদার, নিবার্হী সদস্য মো: ওমর ফারুক বাবুল মিয়া (চরফ্যাসন),মো: আবুল কাসেম মিয়া (লালমোহন),মো: কায়কোবাদ মিয়া( বোরহানউদ্দিন),মো: জাহিদুর রহমান জাহিদ (ভোলা)।