অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ২৯শে ডিসেম্বর ২০২৫ | ১৫ই পৌষ ১৪৩২


ভোলায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬২তম জন্মবার্ষিকী পালিত


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৯ই মে ২০২৩ রাত ১০:৩৯

remove_red_eye

২৫৭

 মোঃ ইয়ামিন: ভোলায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬২ তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার সন্ধ্যায় ভোলা জেলা প্রশাসন এর আয়োজনে শিল্পকলা একাডেমিতে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আলোচনা সভায় বক্তারা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। জেলা প্রশাসক মোঃ তৌফিক -ই-লাহী চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) তামিম আল ইয়ামীন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রিপন কুমার সাহা, জেলা রেজিস্ট্রার জনাব মোঃ আনিছুর রহমান, ভোলা সদর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার মোঃ তৌহিদুল ইসলাম, সরকারি শেখ ফজিলাতুন্নেছা মহিলা কলেজের বাংলা বিভাগের প্রভাষক মোঃ আব্দুল হালিম, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার (চলতি দায়িত্ব) আমিনুল ইসলামসহ প্রমুখ। আলোচনা সভা শেষে জেলা শিল্পকলা একাডেমি ও জেলা শিশু একাডেমি কর্তৃক আয়োজিত সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।