অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৪ই পৌষ ১৪৩২


চরফ্যাশনে শোরুমে রক্ষিত চাবি দিয়ে মোটরসাইকেল চুরি, কর্মচারী আটক


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৯ই মে ২০২৩ রাত ০৯:২৬

remove_red_eye

৪০০

মোঃ ইসমাইল: ভোলার চরফ্যাশনে মোটরসাইকেল শো - রুমের কর্মচারীকে চোরাই মোটরসাইকেলসহ গ্রেফতার করেছেন পুলিশের একটি টিম। সোমবার (৮ মে) চরফ্যাসন পৌরসভা ৬ নম্বর ওয়ার্ড থেকে চোরাই মোটরসাইকেলসহ ঞঠঝ শো রুমের কর্মচারী মো. ফাইজুল ইসলাম সাইমুন (২০) কে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত ফাইজুল ইসলাম সাইমুন পৌর ৬ নম্বর ওয়ার্ডের মোস্তাফিজুর রহমানের ছেলে।

মঙ্গলবার (৯ মে) দুপুরে ভোলা মিডিয়া সেলের পুলিশ সদস্য খাঁন ফয়সাল রাফি এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, রায়হান নামের এক ব্যক্তির ব্যবহৃত ঞঠঝ  অঢ়ধপযব ৪ঠ মডেলের একটি মোটর সাইকেল গত ৮ মে চরফ্যাসন বাজার হইতে চুরি হলে, রায়হান বাদী হয়ে চরফ্যাসন থানায় অজ্ঞাতনামা আসামীদের নামে একটি চুরি মামলা দায়ের করেন।

পরে বিকেলে ৫ টায় চরফ্যাশন থানার এস আই প্রবোধ দাস সহ পুলিশের একটি টিম অভিযান পরিচালনা করে চরফ্যাসন পৌরসভা ০৬ নম্বর ওয়ার্ড এলাকা থেকে চোরাই মোটরসাইকেলসহ ঞঠঝ শো রুমের কর্মচারী মো. ফাইজুল ইসলাম সাইমুন (২০)কে গ্রেফতার করা হয়।

তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত ফাইজুল ইসলাম সাইমুন অপরাধের সাথে সম্পৃক্ত থাকার সত্যতা স্বীকার করেন। এবং জানা গেছে, তিনি দীর্ঘদিন যাবত চরফ্যাসনের ঞঠঝ মোটরসাইকেল শোরুমে চাকুরি করতেন। শোরুম থেকে যারা কিস্তিতে গাড়ি কিনতেন তাদের একটি চাবি কিস্তির টাকা পরিশোধ না করা পর্যন্ত শোরুমে রেখে দেওয়া হতো। পরবর্তীতে শোরুমে রক্ষিত চাবি দিয়ে মোটরসাইকেল চুরি করা হত।

চরফ্যাশন থানার এস আই প্রবোধ দাস জানান, গ্রেফতারকৃত আসামীর দেওয়া তথ্য পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই বাছাই চলমান রয়েছে। চোর চক্রের সাথে জড়িত অন্যান্য আসামীদের সনাক্তপূর্বক গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।