অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


দৌলতখান উপজেলার পাঁচ চেয়ারম্যান প্রার্থীর প্রতীক বরাদ্দ


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৯ই মে ২০২৩ সন্ধ্যা ০৬:৪৩

remove_red_eye

৩১৬

ভোলার দৌলতখান উপজেলার চরপাতা ইউনিয়নে উপ-নির্বাচনে পাঁচজন চেয়ারম্যান প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। প্রার্থীরা হলেন- আওয়ামী লীগ মনোনীত (নৌকা) আবদুল হাই, ইসলামী আন্দোলন বাংলাদেশ (হাতপাখা) আবু সাঈদ, স্বতন্ত্র নাজিম উদ্দিন হাওলাদার (আনারস), লোকমান হোসেন (চশমা) ও ফরহাদ হোসেন (মোটরসাইকেল)। 

মঙ্গলবার (৯মে) উপজেলা নির্বাচন অফিস কার্যালয় রিটার্নিং কর্মকর্তা মোঃ শহীদুল্লাহ প্রার্থীদের মাঝে ওই প্রতীক বরাদ্দ দেন। প্রতীক বরাদ্দের মধ্য দিয়ে প্রার্থীরা প্রতীক নিয়ে প্রচারণা-প্রচারণা চালাতে পারবেন। ফলে এদিন থেকে প্রার্থীরা জোরেশোরে প্রচারণা শুরু করবেন। 

আগামী ২৫ মে ইভিএম-এর মাধ্যমে চরপাতা ইউনিয়নে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ভোটগ্রহণের ৪৮ ঘণ্টা আগে প্রার্থীদের প্রচারণা বন্ধ করতে হবে। চরপাতা ইউনিয়নে উপ-নির্বাচনে ৯ টি ওয়ার্ডে ১৩ টি ভোট কেন্দ্রে ৭৬ টি বুথে ২৩ হাজার ৫৫৪ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

 

এ ব্যাপারে রিটার্নিং কর্মকর্তা শহীদুল্লাহ বলেন, দলের মনোনীত চেয়ারম্যান প্রার্থীরা তাদের দলীয় প্রতীক বরাদ্দ পেয়েছেন। স্বতন্ত্র প্রার্থীরা অন্য প্রতীকগুলো থেকে পছন্দের প্রতীক নিয়েছেন।

সুত্র জনকণ্ঠ