অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


তজুমদ্দিনে জলদস্যুর আস্তানা থেকে অস্ত্র উদ্ধার


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১১ই ফেব্রুয়ারি ২০২০ রাত ০৩:২৬

remove_red_eye

৯০৫




তজুমদ্দিন প্রতিনিধি : ভোলার তজুমদ্দিনে পুলিশের হাতে আটক দস্যু সর্দারের স্বীকারোক্তিতে চরের গভীর জঙ্গলের আস্তানা থেকে দেশীয় বন্দুকসহ অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। সোমবার ভোরে উপজেলার মেঘনার বাসনভাঙ্গা চরে দস্যু সর্দার শিপন শিকদারকে নিয়ে পুলিশ এই অস্ত্র উদ্ধার অভিযান চালায়।
তজুমদ্দিন থানা অফিসার ইন-চার্জ এসএম জিয়াউল হক জানান, বৃহস্পতিবার রাতে চরজহিরউদ্দিনের মেঘনায় ডাকাতিকালে জেলেদের গণধোলাইয়ের শিকার চিকিৎসাধীন দস্যু সর্দার শিপন সিকদারের স্বীকারোক্তি ও দেখানো মতে  বাসনভাঙ্গা চরের জঙ্গলের আস্থানা থেকে দেশি তৈরী একনালা বন্দুক একটি, চাপাতি একটি, বগিদা একটি, বাংলা দা একটি, বটিদা একটি ও লোহার তৈরী কাটা ১০টি পাইপ উদ্ধার করা হয়। অভিযানে অংশ নেয় এসআই জসিম উদ্দিন ও এসআই জামাল উদ্দিন।