অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ২৯শে ডিসেম্বর ২০২৫ | ১৫ই পৌষ ১৪৩২


ভোলায় নিষিদ্ধ দের কোটি টাকার জাল জব্দ


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৮ই মে ২০২৩ রাত ০৮:২৩

remove_red_eye

২৩৯

বাংলার কন্ঠ প্রতিবেদক: ভোলার তেতুলিয়া নদীতে কোস্ট গার্ডের অভিযান চালিয়ে ১ কোটি ৫১ লক্ষ টাকা মূল্যের বিভিন্ন প্রকার নিষিদ্ধ জাল সহ ০১টি কাঠের নৌকা জব্দ করা হয়েছে।
কোস্ট গার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা
লেঃ বিএন কে এম শাফিউল কিঞ্জল সোমবার বিকেলে জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার  সকাল থেকে দুপুর পর্যন্ত  বাংলাদেশ কোস্ট গার্ড ভোলা দক্ষিণ জোনের কন্টিনজেন্ট কমান্ডার মোঃ আলমগীর হোসেন, পিও এর নেতৃত্বে ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলার গঙ্গাপুর লঞ্চঘাট সংলগ্ন এলাকার তেতুলিয়া নদীতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় অভিযানে  ব্যবহার নিষিদ্ধ ৫০ টি চায়নাদুয়ারি জাল, ৩০,০০০ মিটার কারেন্ট জাল, ০৬ টি বেহুন্দী জাল, ৭০,০০০ মিটার চরঘেরা জাল ও ৫০,০০০ মিটার পাইজাল সহ ১ টি ইঞ্জিন চালিত কাঠের নৌকা জব্দ করা হয়। যার আনুমানিক বাজার মূল্য  এক কোটি একান্ন লক্ষ টাকা। পরবর্তী জব্দকৃত জাল মৎস্য বিভাগের সাথে সমন্বয় করে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। এছাড়াও, জব্দকৃত ইঞ্জিন চালিত কাঠের নৌকা প্রকৃত মালিকের মুসলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।





আরও...