অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ২৯শে ডিসেম্বর ২০২৫ | ১৫ই পৌষ ১৪৩২


ভোলার সাগরে মাছ ধরায় ৬৫ দিনের নিষেধাজ্ঞা শুরু ২০ মে


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৮ই মে ২০২৩ সন্ধ্যা ০৭:১২

remove_red_eye

২৪৯

বাংলার কণ্ঠ প্রতিবেদক: ভোলাসহ উপকূলের গভীর সাগরে ইলিশ মাছ ও সামদ্রিক মাছের প্রজনন , বেড়ে ওঠা নিশ্চিত করতে ৬৫ দিনের মাছ ধরার উপর নিষেজ্ঞা শুরু হচ্ছে ২০ মে।  সোমবার জেলা প্রশাসক কার্যালয়ে ইলিশ সম্পদ রক্ষা টাস্কফোর্স কমিটির সভায় এ তথ্য জানান জেলা প্রশাসক মোঃ তৌফিক ই লাহী চৌধুরী ও  জেলা মৎস্য কর্মকর্তা  মোল্লা এমদাদুল্লাহ । সাগরগামী জেলে ট্রলারে বরফ বিক্রি না করতে নির্দেশ দেয়া হয়েছে বরফ কল মালিকদের। নিষিদ্ধ এলাকায় কোস্টগার্ড ও নৌ-বাহিনীর টহল থাকবে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার (সদর ) রিপন কুমার সরকার ও কোস্টগার্ অপারেশন অফিসার মেহেদী হাসান।  উপস্থিত প্রেসক্লাব সম্পাদক অমিতাভ অপু’র  অভিযোগের প্রেক্ষিতে চরফ্যাশনের শ্যামরাজ ঘাটকে বিশেষ নজরদারিতে রাখা হবে বলে জানান জেলা প্রশাসক। অভিযোগ ওঠে গেল বছর জেলার সকল সমুদ্রগামী জেলে ওই ঘাটে অবস্থান নিয়ে তার পর জোট বেধে নিষেধাজ্ঞা উপেক্ষা করে মাছ েধরতে যায়। এ সময় বিভিন্ন ইস্যুতে বক্তব্য রাখেন  উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ জামাল উদ্দিন,  ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন ছোটন, , জেলা মৎস্যজীবী সমিতির সভাপতি নুরুল ইসলাম মুন্সি, আওয়ামী মৎস্যজীবী লীগের সভাপতি হাসান আলী, ক্ষুদ্রমৎস্যজীবী সতিমির সভাপতি এরশাদ হোসেন,  জেলে ট্রলার সমিতির সভাপতি আব্দুল কামাল হোসেন।





আরও...