অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ২৯শে ডিসেম্বর ২০২৫ | ১৫ই পৌষ ১৪৩২


ভোলায় মাদক সস্ত্রাস ও বাল্যবিয়ে বন্ধে শিক্ষার্থীদের শপথ


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৮ই মে ২০২৩ সন্ধ্যা ০৬:২৩

remove_red_eye

২৩৩

বাংলার কণ্ঠ প্রতিবেদক:   ভোলায় মাদক . সন্ত্রাস ও বাল্য বিয়ে বন্ধে সক্রিয় থাকার শপথ নিয়েছে জেলার সেরা শিক্ষা প্রতিষ্ঠান বাংলাবাজার ফাতেমা খানম ডিগ্রি কলেজের শিক্ষার্থীরা। রোববার সকালে শিক্ষার্থীদের শপথ পড়ান জেলা সদরের মডেল থানার অফিসার ইনচার্জ শাহীন ফকির। এ সময় শিক্ষার্থীদের করণীয় বিষয় তুলে ধরে বক্তব্য রাখেন কলেজ অধ্যক্ষ  মোঃ হারুন অর রশিদ. কলেজ উপাধ্যক্ষ সুশান্ত কুমার মন্ডল,  প্রেসক্লাব সম্পাদক অমিতাভ অপু, সিনিয়র শিক্ষক সহকারী অধ্যাপক আবুল বাশার, সহকারী অধ্যাপক নাছিমা বেগম, সহকারী অধ্যাপক মোঃ আলমগীর হোসেন,  শিক্ষক ধ্রæব হাওলাদার প্রমুখ। এ সময় মাদক, সন্ত্রাস , বাল্য বিয়ে বন্ধে শিক্ষার্থীরা ১০টি বিষয় না করার জন্য ঘোষনা দেয়। এগুলো হচ্ছে, কলেজে এন্ডয়েড ফোন ব্যবহার করবে না, অনুমতি ছাড়া কারো ছবি তুলবে না, কারো ছবি বা কারো সম্পর্কে খারাপ মন্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট বা লাইক কমেন্ট দিবে না, কারো অনুমতি ছাড়া ওই ব্যক্তির কম্পিউটার বা ফাইল ওপেন করবে না, সহপাঠী বা শিক্ষার্থীদের সঙ্গে খারাপ আচরণ করবে না, মাদক থেকে বিরত থাকবে, ইভটিজিংকে ঘৃনা করবে , বাল্য বিয়েকে না বলবে, গুজব বা অ-প্রচারে জড়িত থাকবে না। একই সঙ্গে কলেজে নিয়মিত উপস্থিত থেকে পাঠে মনোযোগ ও কলেজের সকল নিয়ম মেনে চলার অঙ্গীকার করেন শিক্ষার্থীরা। প্রথম দফায় উচ্চ মাধ্যমিক একাদশ শ্রেনির ৭শ শিক্ষার্থী এই শপথে অংশ নেয়। ওসি শাহীন ফকির তার কর্মস্থলের বাস্তব কয়েকটি ঘটনা তুলে ধরে ওই পথে গেলে কি হয় তা শিক্ষার্থীদের জানান। কলেজ অধ্যক্ষ জানান ওই কলেজের সাড়ে ৪ হাজার শিক্ষার্থীও জন্য শপথ গ্রহণ কার্যক্রম শুরু করেছেন। শিক্ষার্থীদের সু-নাগরিক ও সু-সন্তান হিসেবে গড়ে তুলে শিক্ষার পাশপাশি ১০টি ইস্যুতে খারাপ দিক পরিহারে শপথ গ্রহণ করানো হয়েছে। এই কলেজটি ১৯৯৭ সালে সাবেক শিল্প ও বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ তা’র মার নামে এই কলেজ প্রতিষ্ঠা করেন। তিনি ওই এলাকায় গড়ে তোলেন ফাতেমা খানম কমúেøক্স। এখানেই গড়ে তোলেন স্বাধীনতা জাদুঘর, বৃদ্ধাশ্রম, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র , মা ও শিশু হাসপাতাল, আজাহার-ফাতেমা মেমোরিয়াল হাসপাতাল , মেডিকেল কলেজ ,ফাতেমা খানম ডিগ্রি কলেজ, ফাতেমা খানম মাধ্যমিক বিদ্যালয়, প্রাথেমা খানম সরকারি প্রাথমিক বিদ্যালয়, পল্লী বিদ্যুৎ সরবরাহ কেন্দ্র, যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র ।  শিক্ষার্থীরা এই ক্যাম্পাসকে  আদর্শ  হিসেবে গড়ে তুলতে সচেষ্ট থাকার কথা জানায়।  





আরও...