অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


আদালতের নির্দেশে দৌলতখানে কবর থেকে গৃহবধূ লাইজুর লাশ উত্তোলন


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১১ই ফেব্রুয়ারি ২০২০ রাত ০৩:২৪

remove_red_eye

৬৫১



অচিন্ত্য মজুমদার : প্রায় ২ মাস পর আদালতের নির্দেশে দৌলতখান মহিলা কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ও গৃহবধুর লাইজু আক্তারের লাশ কবর থেকে উত্তোলন করা হয়েছে। বোনকে পরিকল্পিত ভাবে হত্যা করা হয়েছে মর্মে আদালতে ভাইয়ের এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে ময়না তদন্তের জন্য এ লাশ উত্তোলন করা হয়। সোমবার সকাল সাড়ে ১১ টায় ভোলার এডিশনাল এসপি সদর সার্কেল মহশিন ফারুকের নেতৃত্বে ও দৌলতখান থানা পুলিশের উপস্থিতিতে উপজেলার চরপাতা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের পারিবারিক কবরস্থান থেকে ওই গৃহবধুর লাশ উত্তোলন করা হয়।
ভোলার এডিশনাল এসপি সদর সার্কেল মহশিন ফারুক জানান, আদালতের আদেশে ময়না তদন্তের জন্য লাশ উত্তোলন করা হয়েছে। উল্লেখ্য, গত ২ জানুয়ারি রাতে দৌলতখান মহিলা কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ও উপজেলার চরপাতা এলাকার মো. মোশারেফ
হোসেন ওরফে মসু সিকদারের মেয়ে লাইজু আক্তারকে তার শ্বশুর বাড়ির লোকজন মেরে ঘরে রেখে সবাই পালিয়ে যায়। পরে পুলিশ
লাইজুর শ্বশুর বাড়ি সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের ২ নং ওয়ার্ডের তুলাতলি গ্রাম থেকে লাশ উদ্ধার করে। এঘটনায় লাইজুর
বড় ভাই ইসমাইল সিকদার বাদি হয়ে লাইজুর স্বামী তানজিলসহ সাত জনকে আসামী করে ভোলা সদর থানায় একটি হত্যা মামলা
দায়ের করেন।