অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ২৯শে ডিসেম্বর ২০২৫ | ১৫ই পৌষ ১৪৩২


ভোলায় ইলিশা-১ কূপে প্রচুর গ্যাস মজুত


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৭ই মে ২০২৩ রাত ০৯:৩৭

remove_red_eye

২০৪

বাংলার কণ্ঠ প্রতিবেদক: ভোলা সদর উপজেলার ইলিশা ইউনিয়নের ইলিশা-১ নামে নতুন গ্যাস  কূপে প্রচুর গ্যাস মজুত রয়েছেন বলে নিশ্চিত হয়েছে বাপেক্স।  রবিবার ভোরের দিকে দ্বিতীয় ডিএসটি পরীক্ষা শুরু করে এ বিষয়টি নিশ্চিত হওয়া গেছে বলে জানিয়েছেন বাপেক্সের ভূতাত্তি¡ক বিভাগের মহা ব্যবস্থাপক মোঃ আলমগীর হোসেন। 
তিনি জানান, ইলিশা-১ কূপ খনন শেষে তিনটি স্তরের বিপুল পরিমাণ গ্যাসের সম্ভাবনা দেখেছিলেন তারা। গত ২৮ এপ্রিল তারা ওই কূপে প্রথম ডিএসটি পরীক্ষা শূরু করে আগুন প্রজ্জলন করেন। গত ৫ মে প্রথম পরীক্ষা শেষ হয়। এবং আজ রবিবার দ্বিতীয় স্তরের দ্বিতীয় ডিএসটি পরীক্ষা শুরু করেন। এতে তারা নিশ্চিত হয়েছেন এখানে প্রচুর পরিমাণ গ্যাস মজুত রয়েছে। তবে ধারণা করা যাচ্ছে এখানে প্রায় ২০০ বিসিএফ বা তারও অধিক  গ্যাস মজুন রয়েছেন। সেটি পুরো পরীক্ষা শেষে নিশ্চিত হওয়া যাবে। এছাড়াও এখান থেকে দৈনিক ২০ থেকে ২২ মিনিয়ন গ্যাস উত্তোলন করা সম্ভব হবে।
এদিকে এদিকে গত ৯ মার্চ বৃহস্পতিবার ইলিশা-১ নামে নতুন এই কূপ খনন কাজ শুরু করেন বাপেক্স। 


 





আরও...