অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৩১শে অক্টোবর ২০২৪ | ১৬ই কার্তিক ১৪৩১


বোরহানউদ্দিনে সড়ক দুর্ঘটনায় হোটেল কর্মচারী নিহত


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১০ই ফেব্রুয়ারি ২০২০ সন্ধ্যা ০৭:৪৮

remove_red_eye

৬৭৩


 বোরহানউদ্দিন প্রতিনিধি : ভোলা-চরফ্যাশন মহা সড়কে ট্রলির চাপায় আলাউদ্দিন (৪০) নামের এক পথচারী নিহত হয়েছে। সোমবার সকাল সাড়ে ১০টায় বোরহানউদ্দিন মানিকারহাট মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন এ দুর্ঘটনা ঘটে। নিহত আলাউদ্দিন মানিকারহাট বাজারে মোশারফের হোটেল চাকুরী করতেন। তার গ্রামের বাড়ী ভোলা সদরে দক্ষিণ দিঘলদী ৯নং ওয়ার্ড ইন্নী গ্রামের মৃত সৃজন আলী’র ছেলে। নিহতের ১ ছেলে ও ১ মেয়ে রয়েছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, আলাউদ্দিন পায়ে হেটে তার বাসায় যাচ্ছিলেন। ভোলা সদর থেকে বোরহানউদ্দিনের দিকে আসা একটি ট্রলি এসে তাকে চাপা দেয়। খবর পেয়ে বোরহানউদ্দিন থানা পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা তাকে উদ্ধার করে বোরহানউদ্দিন হাসপাতালে নিলে কত্যর্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। এদিকে পুলিশ ঘাতক ট্রাকটি আটক করে।
এ ব্যাপারে বোরহানউদ্দিন থানার ওসি মো: এনামুল হক জানান,দুর্ঘটনার পরই ট্রলির ড্রাইভার পালিয়েছে। তবে ঘাতক ট্রলিটি আটক করা হয়েছে।