অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ২৯শে ডিসেম্বর ২০২৫ | ১৫ই পৌষ ১৪৩২


ভোলায় সরকারি-বেসরকারি উদ্যোগের সমন্বয় ও সহযোগিতা জোরদারকরণ শীর্ষক সেমিনার


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৭ই মে ২০২৩ রাত ০৯:২৫

remove_red_eye

৩৩৯

বাংলার কণ্ঠ প্রতিবেদক : রোববার বিকেলে এডাবের উদ্যোগে ভোলা শহর সমাজসেবা কার্যালয়ে সরকারি-বেসরকারি উদ্যোগের সমন্বয় ও সহযোগিতা জোরদারকরণ শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বেসরকারি উন্নয়ন সংস্থা বিডার নির্বাহী পরিচালক আক্তার হোসেন লিটনের সভাপতিত্বে সেমিনারটিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা সমাজসেবা অধিদফতর উপপরিচালক মো: নজরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এডাব বরিশাল বিভাগের সমন্বয়কারী মো: জাহাঙ্গীর আলম এবং ভোলা শহর সমাজসেবা কর্মকর্তা মিরাজ আহমেদ।  সেমিনারটি পরিচালনা করেন এডাব ভোলার সেক্রেটারি এবং আইসিডিএস এর নির্বাহী পরিচালক মো: মর্তুজা খালেদ। এ সময় সেখানে আরো উপস্থিত ছিলেন সিডিআই এর সভাপতি সৈয়দ মাসুদুর রহমান,  গ্রামীণ জন উন্নয়ন সংস্থার পরিচালক মো: জাকির হোসেন, স্বাধীন যুব উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মো: রকিবুল ইসলাম, আরএইচডিও এর নির্বাহী পরিচালক মো: সাইফুল ইসলাম প্রমূখ। প্রধান অতিথি তার বক্তৃতায় ভোলার সরকারি-বেসরকারি উদ্যোগের সমন্বয় ও সহযোগিতা জোরদার করার ব্যাপারে গুরুত্বারোপ করেন।

 





আরও...