অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ১৩ই জানুয়ারী ২০২৫ | ৩০শে পৌষ ১৪৩১


জাতীয় সংসদের ঈদ পুনর্মিলনীতে স্পিকারের অংশগ্রহণ


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৭ই মে ২০২৩ সন্ধ্যা ০৬:০৫

remove_red_eye

১৩০

জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি আজ জাতীয় সংসদ ভবনের এলডি হলে পার্লামেন্ট মেম্বার্স ক্লাবের উদ্যোগে 'ঈদ পুনর্মিলনী-২০২৩' অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন। 
সদ্য বিদায়ী রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ঈদ পুনর্মিলনীতে আমন্ত্রিত অতিথি হিসেবে সপরিবারে উপস্থিত হয়ে এই আয়োজনকে মহিমান্বিত করেছেন। 
অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয় সংসদের চীফ হুইপ এবং পার্লামেন্ট মেম্বার্স ক্লাবের সভাপতি নূর-ই-আলম চৌধুরী এমপি এবং সাধারণ সম্পাদক এ বি তাজুল ইসলাম এমপিসহ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার শামসুল হক টুকু এমপি, হুইপ মো: আতিউর রহমান আতিক, হুইপ ইকবালুর রহিম, হুইপ সামশুল হক চৌধুরী এবং সংসদ সদস্যরা উপস্থিত ছিলেন। 
ঈদ পুনর্মিলনীতে মমতাজ বেগম এমপি এবং বাপ্পা মজুমদারসহ অন্যান্য শিল্পীরা সঙ্গীত পরিবেশন করেন। স্পিকার এবং তার স্বামী সৈয়দ ইশতিয়াক হোসেন সকল অতিথিদের সাথে অনুষ্ঠানটি উপভোগ করেন।  
এ অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয় সংসদের সংশ্লিষ্ঠ  কর্মকর্তা, আমন্ত্রিত অতিথি, গণ্যমান্য ব্যক্তিবর্গসহ গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

সুত্র বাসস