অনলাইন সংস্করণ | ভোলা, শুক্রবার, ১লা নভেম্বর ২০২৪ | ১৬ই কার্তিক ১৪৩১


ভোলায় কোচিং সেন্টারে অভিযান ৫ শিক্ষকের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১০ই ফেব্রুয়ারি ২০২০ রাত ০৩:৩৫

remove_red_eye

৫১৭



বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলায় অবৈধ কোচিং বাণিজ্য পরিচালনার দায়ে ৫ শিক্ষক ও শিক্ষিকাকে ভ্রাম্যমান আদাত আটক করে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন। রবিবার রাতে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট নুসরাত ফাতেমা চৌধুরী এ রায় দেন।
 সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ভ্রাম্যমাণ আদালতের একটি টিম ভোলা পাখির পুল এলাকায় আদর্শ শিক্ষালয় নামের একটি কোচিং সেন্টারের অভিযান চালায়। এসময় বিবি ফাতেমা, জান্নাতুল ফেরদৌস (১), জান্নাতুল ফেরদৌস (২), মোঃ ফজলে আলম ও মোহাম্মদ ইব্রাহিমকে আটক করা হয়। পরে  বিবি ফাতেমা, জান্নাতুল ফেরদৌস (১), জান্নাতুল ফেরদৌস (২) কে ৩ দিন ও মোঃ ফজলে আলম ও মোহাম্মদ ইব্রাহিমকে ৭ দিন কারাদÐ দেন।