অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ২৯শে ডিসেম্বর ২০২৫ | ১৫ই পৌষ ১৪৩২


ভোলার রাজাপুরে কালভাট ভাঙ্গে বিশাল গর্ত, দুর্ঘটনার আশঙ্কা


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৫ই মে ২০২৩ রাত ০৯:৩৮

remove_red_eye

২৬৫

মোঃ আমির হোসাইন, রাজাপুর থেকে: ভোলা সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের দঃ রাজাপুর গ্রামের বাবুল হাওলাদার বাড়ির দরজার কালভাট ভেঙ্গে বিশাল গর্তের সৃষ্টি হয়েছে।  রাজাপুর মিজি বাজার থেকে দলু খালাসি বাড়ি পর্যন্ত দের কিলোমিটার রাস্তা। ১ কিলোমিটার রাস্তা ইটের সলিং, আদা কিলোমিটার রাস্তা কাঁচা, বর্ষায় পানি জমে থাকে। ইটের সলিং দেবে গেছে,  কামাল স্যারের বাড়ির দরজায়, নাছির পাটোয়ারীর বাড়ির দরজায়, আঃ জলিল স্যারের বাড়ির দরজায়, রাস্তায় পানি জমে থাকে। যে কোন সময় মর্মান্তিক দূর্ঘটনা ঘটতে পারে। হালকা বৃষ্টির পানিতেই রাস্তায় পানি জমে যায়, যানবাহন চলাচলে বিঘ্ন ঘটে। প্রায় দের মাস ধরে কালভাটি ভেঙ্গে বিশাল গর্তের সৃষ্টি হয়েছে, ফলে দূর্ভোগে পড়েছেন এলাকা  বাসী। এ রাস্তা দিয়ে শত- শত ছাত্র/ছাত্রী স্কুল কলেজে আসা-যাওয়া করতে  হয়। যে কোন সময় দূর্ঘটনা ঘটতে পারে। স্থানীয়  জন প্রতিনিধি ২ নং ওয়ার্ডের মেম্বার মোঃ মাসুদ রানা বলেন, চেয়ারম্যান রেজাউল হক মিটু চৌধুরী কে জানিয়েছি বাজেট আসলেই কালভার্ট করা হবে।