অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


জাতীয় রবীন্দ্রসঙ্গীত উৎসব ১২-১৩ মে


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৫ই মে ২০২৩ বিকাল ০৪:৪০

remove_red_eye

২৭৯

কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬২তম জন্মবার্ষিকী উপলক্ষে রবীন্দ্রসঙ্গীত উৎসবের আয়োজন করা হচ্ছে। ১২ ও ১৩ মে এই দুদিন রাজধানীর সেগুন বাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে ৩৪তম জাতীয় রবীন্দ্রসঙ্গীত উৎসবের আয়োজন করা হবে।

শুক্রবার (৫ মে) জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় বাংলাদেশ রবীন্দ্রসঙ্গীত শিল্পী সংস্থা। এবার উৎসবের প্রতিপাদ্য- ‘করিস নে লাজ, করিস নে ভয়/ আপনাকে তুই করে নে জয়।’

সংস্থার সাধারণ সম্পাদক পীযূষ বড়ুয়া বলেন, পৃথিবীর যে প্রান্তে বাংলা ভাষাভাষী তথা বাঙালি রয়েছেন সেখানেই ২৫ বৈশাখ ও ২২ শে শ্রাবণ আসে উৎসবের বেশে। কবিগুরু রবীন্দ্রনাথের প্রভাব বাঙালি জীবনে সর্বব্যাপী। এরমধ্যে এসেছে অনেক ঝড়-ঝঞ্ঝা-সংকট। কিন্তু কিছুতেই তাকে আমরা ছাড়তে পারিনি। রবীন্দ্র বিমুখ করা যায়নি বাঙালিকে।

তিনি আরও বলেন, রবীন্দ্রনাথ ঠাকুর তার ৮০ বছরের জীবনে একটি জাতির মননের ক্ষেত্রে যা যা প্রয়োজন অর্থাৎ কবিতা, গান, গল্প, উপন্যাস, নাটক, নৃত্য, ছড়া, প্রবন্ধ, ভাষণ, চিত্রকর্ম, চিঠিপত্র প্রায় সব দিয়ে গেছেন। যা পৃথিবীর আর কোনো মনীষী করেছেন বলে আমাদের জানা নেই। তাইতো প্রতি বছর রবীন্দ্র জয়ন্তীতে আমরা উৎসবের আয়োজন করে থাকি। তারই ধারাবাহিকতায় এবার ১২ ও ১৩ মে রবীন্দ্রসঙ্গীতের আয়োজন করা হয়েছে।

তিনি জানান, ১২ মে বিকেল ৫টায় রবীন্দ্রসঙ্গীত উৎসবের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। ওইদিন গিটার শিল্পী এনামুল কবির ও রবীন্দ্রসঙ্গীত শিল্পী লিলি ইসলামকে গুণীজন সংবর্ধনা দেওয়া হবে। এরপর সন্ধ্যা ৬টা থেকে শুরু হবে আবৃত্তি ও সঙ্গীতানুষ্ঠান। ১৩ মে দ্বিতীয় দিনে বিকেল ৫টায় আবৃত্তি ও সঙ্গীতানুষ্ঠান অনুষ্ঠিত হবে।

সংবাদ সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত ছিলেন বাংলাদেশ রবীন্দ্রসঙ্গীত শিল্পী সংস্থার সভাপতি তপন মাহমুদ। সংস্থার নির্বাহী সভাপতি আমিনা আহমেদের সভাপতিত্বে ও জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক তানজিনা তমার সঞ্চালনায় আরও ছিলেন সহ-সভাপতি খন্দকার খায়রুজ্জামান কাইয়ুম, জ্যেষ্ঠ যুগ্ম সাংগঠনিক সম্পাদক অনিকেত আচার্য, অর্থ সম্পাদক কনক খান, সাংগঠনিক সম্পাদক আব্দুর রশিদ, রিফাত জামাল প্রমুখ।

সুত্র জাগো