অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৩০শে ডিসেম্বর ২০২৫ | ১৫ই পৌষ ১৪৩২


কৃষি উৎপাদন ও খাদ্য নিরাপত্তায় ভর্তুকি দিচ্ছে শেখ হাসিনা সরকার: এমপি শাওন


লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ৩রা মে ২০২৩ রাত ০৯:২৫

remove_red_eye

২০৬

লালমোহন প্রতিনিধি: আওয়ামীলীগ সরকার নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী কৃষিকে আধুনিক করতে কাজ করছে।কৃষি যান্ত্রিকীকরণ ও আধুনিকীকরণের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। কৃষি উৎপাদন অব্যাহত রাখতে ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে কৃষিতে ভর্তুকি দিয়ে যাচ্ছে শেখ হাসিনা সরকার।
বুধবার দুপুরে লালমোহন উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের আয়োজনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৪৩ তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে সমন্বিত খামার যান্ত্রিকীকরন প্রকল্পেরআওতায় ভর্তুকী মূল্যে কৃষি যন্ত্রপাতি বিতরণের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন তিনি।
লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা অনামিকা নজরুলের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গিয়াসউদ্দিন আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ আবুল হাসান রিমন, পৌর আওয়ামী লীগের আহ্বায়ক শফিকুল ইসলাম বাদলসহ আরো অনেকে।





আরও...