অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৪ই পৌষ ১৪৩২


বরিশাল বিভাগের শ্রেষ্ঠ শিক্ষক ভোলার চন্দ্র শেখর এসএমসি মোঃ কামাল


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১০ই ফেব্রুয়ারি ২০২০ রাত ০২:৪৩

remove_red_eye

৭৭৩



বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলার বাংলাবাজার ফাতেমা খানম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি মোঃ কামাল হোসেন জাতীয় শিক্ষা সপ্তাহ প্রতিযোগিতায় বরিশাল বিভাগে এবারও দ্বিতীয় বারেরমত শ্রেষ্ঠ এসএমসি নির্বাচিত হয়েছেন। অপরদিকে ভেদুরিয়া-১ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক  চন্দ্র শেখর ব্র²চারী বিভাগীয় পর্যন্ত শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়েছেন। ১৫ ফেরুয়ারি এরা জাতীয় পর্যয়ে অংশ নিবেন। চন্দ্র শেখর ২০ বছর শিক্ষকতার পাশপাশি একজন সংগীত শিল্পী। এ ছাড়া জেলা ও বিভাগীয় পর্যায়ে প্রাথমিক বিদ্যালয়ের কারিকুলামের প্রশিক্ষক হিসেবেও দায়িত্ব পালন করছেন। অপরদিকে মোঃ কামাল হোসেন ম্যানেজিং কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর থেকে ওই স্কুলটিকে জেলার সেরা স্কুলে পরিনত করতে নানা উদ্যোগ গ্রহণ করেন। বর্তমানে স্কুলটি জেলার মডেল স্কুলের মর্যাদা পেয়েছে। মোঃ কামাল হোসেন দক্ষিণ দিঘলদী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছেন। স্বাধীনতার পর বঙ্গবন্ধুর তৎকালীন রাজনৈতিক সচিব সাবেক শিল্প ও বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, তার মায়ের নামে এই স্কুলটি প্রতিষ্ঠা করেন।