অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ২৯শে ডিসেম্বর ২০২৫ | ১৫ই পৌষ ১৪৩২


ভোলায় মহান মে দিবস পালন


হাসনাইন আহমেদ মুন্না

প্রকাশিত: ২রা মে ২০২৩ সন্ধ্যা ০৭:২৬

remove_red_eye

২০৯

হাসনাইন আহমেদ মুন্না : ‘শ্রমিক-মালিক ঐক্য গড়ি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি’ এই প্রতিপাদ্য নিয়ে জেলায়  সোমবার মহান মে দিবস পালন করা হয়েছে। সোমবার সকাল ১০ টায় দিবসটি উপলক্ষ্যে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক কার্যালয় চত্তর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়।
জেলা প্রশাসক মো: তৌফিক-ই-লাহী চৌধুরীর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক বিবেক সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রিপন কুমার সাহা, অতিরিক্ত পুলিশ সুপার মো: আসাদুজ্জামান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: তৌহিদুল ইসলাম, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মনিরুজ্জামান আহমেদ, নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: জসিমউদ্দিন প্রমূখ।
বক্তারা বলেন, আজকের দিনটি বিশে^র শ্রমজীবী মানুষের অধিকার আদায়ে ত্যাগের দিন। শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের জন্য শ্রমিকদের আত্বত্যাগের এই দিনকে সারা বিশে^ মে দিবস হিসাবে পালন করা হচ্ছে। শ্রমের মর্জাদা ছাড়া গণতান্ত্রিক সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করা সম্ভব নয়। আমাদের আর্থসামাজিক উন্নয়নে শ্রমজীবী মানুষের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ।





আরও...