অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


শেখ হাসিনা শ্রমজীবি মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন: এমপি শাওন


তজুমদ্দিন প্রতিনিধি

প্রকাশিত: ২রা মে ২০২৩ সন্ধ্যা ০৭:২২

remove_red_eye

২১৮

তজুমদ্দিন প্রতিনিধি : উপজেলা জাতীয় শ্রমিকলীগের আয়োজনে ভোলার তজুমদ্দিনে র‌্যালী ও শ্রমিক সমাবেশের মাধ্যমে আন্তর্জাতিক শ্রমিক দিবস ২০২৩ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বেলা ১১টায় একটি র‌্যালী শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্ত্বরে এসে শেষ হয়। পরে উপজেলা শ্রমিকলীগ সভাপতি টুটুল তালুকদারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, উপজেলা আ'লীগ সভাপতি ফখরুল আলম জাহাঙ্গীর, সম্পাদক ফজলুল হক দেওয়ার,জেলা পরিষদ সদস্য ও স্বেচ্ছাসেবক লীগ সভাপতি ইশতিয়াক হাসান,  উপজেলা ভাইস-চেয়ারম্যান মহিউদ্দিন পোদ্দার,উপজেলা আওয়ামীলীগ সাংগঠনিক শহিদুল্লাহ কিরণ,সোনাপুর ইউপি  চেয়ারম্যান ও যুবলীগ সভাপতি মেহেদি হাসান মিশু, চাঁচড়া ইউপি  চেয়ারম্যান আবু তাহের মিয়া, মলংচড়া ইউপি চেয়ারম্যান নুরনবী সিকদার, শম্ভুপুর ইউপি  চেয়ারম্যান রাসেল মিয়া প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক আবুল হাসেম মহাজন। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন শ্রমিকলীগ বিভিন্ন পর্যায়ের শ্রমিক নেতৃবৃন্দ। 
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এমপি শাওন বলেন, আর্থসামাজিক উন্নয়নে বিশ্বব্যাপী শ্রমজীবী মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিল্প ও শ্রমজীবি মানুষের সার্বিক কল্যাণ সাধন ও দক্ষতা বৃদ্ধিতে নিরন্তর কাজ করে যাচ্ছে আওয়ামীলীগ  সরকার।শেখ হাসিনা শ্রমজীবী মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন।  উন্নত ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে উন্নত কর্মপরিবেশ, শ্রমিক-মালিক সুসম্পর্ক, শ্রমিকের পেশাগত নিরাপত্তা ও সুস্থতাসহ সার্বিক অধিকার নিশ্চিতকরণের কোনো বিকল্প নেই বলেও মনে করেন তিনি। শ্রমিক বাঁচলে কল-কারখানাসহ সকল শিল্প প্রতিষ্ঠান চলবে তাই মালিক পক্ষকে শ্রমিকদের প্রতি সদয় হয়ে কাজ করার সুযোগ দিতে হবে।