অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ২৯শে ডিসেম্বর ২০২৫ | ১৫ই পৌষ ১৪৩২


ভোলায় কৃষকের মাঝে ২টি কম্বাইন্ড হারভেষ্টার বিতরণ


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৩০শে এপ্রিল ২০২৩ রাত ১০:৩৫

remove_red_eye

২৩৭


বাংলার কণ্ঠ প্রতিবেদক :  ভোলা সদর উপজেলায় কৃষকদের মাঝে ২টি কম্বাইন্ড হারভেষ্টার কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে।  রবিবার  দুপুরে সদর উপজেলা কৃষি অফিসের আয়োজনে উপজেলা পরিষদ ক্যাম্পাসে ৩৮ লাখ টাকা মুল্যের ২টি অত্যাধুনিক কম্বাইন্ড হারভেষ্টার কৃষি উপকরণ বিতরণ করেন সদর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও  ভোলা জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব মোহাম্মদ ইউনুছ। যারা কৃষি উপকরণ পেয়েছেন তারা হলেন, ভোলার দক্ষিণ বালিয়া ইউনিয়নের ছিদ্দিক হাওলাদার ও চর ভেদুরিয়ার মোঃ কামাল। এ সময় উপস্থিত ছিলেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: তৌহিদুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আলী সুজা, সদর উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ হাসান ওয়ারিসুল কবীর।
কৃষি উপকর বিতরণ  কালে অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান  আলহাজ্ব মোহাম্মদ ইউনুছ বলেন, সরকার কৃষকের কষ্টের কথা চিন্তা করে কৃষি কাজ সহজ করার লক্ষে কৃষকের মাঝে এক একটি ৩৮ লাখ ৫০ হাজার টাকা মূল্যের কম্বাইন্ড হারভেষ্টার সরকার ২২ লাখ ৫ হাজার টাকা ভূর্তিকী দিয়ে কৃষকের মাঝে মাত্র ১৬ লাখ ৪৫ হাজার টাকায়  বিতরণ করছে।






আরও...