অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ২৯শে ডিসেম্বর ২০২৫ | ১৫ই পৌষ ১৪৩২


বঙ্গবন্ধুর জন্ম না হলে আমরা আজও পরাধীন থাকতাম : ভাইস চেয়ারম্যান মো: ইউনুস


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২৯শে এপ্রিল ২০২৩ রাত ১০:৪৭

remove_red_eye

২৬০

এম ছিদ্দিকুল্লাহ: ভোলা সদর উপজেলা উওর দিঘলদী ইউনিয়নের গজারিয়া বাজার আঃ মন্নান মিয়া মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি ২০২৩ সালের পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে আলোচনা সভা, দোয়া ও বিদায়ী সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে বিদ্যালয় হলরুমে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও ভোলা জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের সাধারণ সম্পাদক মোঃ আজিজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত  প্রধান অতিথির বক্তব্যে  বাংলাদেশ আওয়ামী লীগ ভোলা জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক ও সদর উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ ইউনুছ  বলেন, শিক্ষা  জাতির মেরুদন্ড।  শিক্ষা বিস্তারে বঙ্গবন্ধু কণ্যা জননেত্রী শেখ হাসিনা ব্যাপক কাজ করে যাচ্ছে। এই সরকার বিনামূল্যে বই বিতরণ, উপবৃত্তি প্রদান, শিক্ষা সামগ্রী বিতরণের মাধ্যমে শিক্ষার্থীদের লেখা পড়ার জন্য ব্যাপক সুযোগ-সুবিধা প্রদান করে আসছে। দেশের কোন নাগরিক যাতে শিক্ষা থেকে বঞ্চিত না হয় সে জন্য প্রত্যন্ত অঞ্চলের শিশুদেরকে বিদ্যালয়মুখী করতে সরকার বিভিন্ন প্রকল্প হাতে নিয়ে কাজ করছে করে আসছে। এসময় তিনি বলেন, এ সরকারের ২০৪১ সালের রুপকল্প বাস্তবায়নে  সরকার বিদ্যালয়গুলোর ব্যাপক অবকাঠামোগত উন্নয়নসহ আইসিটি শেখ রাসেল ল্যাব স্থাপন করছে। এসময় তিনি সরকারের দেশব্যাপী নানামূখী উন্নয়নের চিত্র তুলে ধরেন । এসময় তিনি দেশ স্বাধীনে জাতির জনকের বিশাল ত্যাগের কথা সভায় তুলে ধরে বলেন, যে নেতার জন্ম না হলে আমরা আজও পরাধীন থাকতাম। তিনি আরো বলেন,উনসত্তরের মহানায়ক তোফায়েল আহমেদ সদর উপজেলায় বিশাল উন্নয়নের রুপ দিয়ে আধুনিক ভোলা গড়েছেন। তার অবদান কোনদিন ভুলবার নয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে, উত্তর দিঘলদী ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোঃ লিয়াকত হোসেন মুনসুর বলেন,পড়ালেখার কোন বিকল্প নেই। শিক্ষা ছাড়া কোন ব্যক্তি কিংবা জাতির উন্নতি হতে পারে না। সে জন্য শিক্ষার্থীদের পড়ালেখায় অধিক মনোযোগী হতে হবে। উন্নত জাতি গঠনে শিক্ষার্থীদের মাদক ও বাল্যবিয়েসহ  বিভিন্ন সামাজিক অপরাধ থেকে  মুক্ত করতে হবে। তিনি আরো বলেন, বাল্য বিয়ের মাধ্যমে দেশে অনেক রুগ্ন ও বিকলাঙ্গ শিশু জন্ম নেয়।  আর এরাই সমাজের বোঝা হয়ে যায়। তাই অভিভাবক ও শিক্ষকদেরকে এ ব্যাপারে আরও সচেতন হতে হবে।
এসময় বিদ্যালয় সভাপতি এম আজিজুল ইসলাম  বিদ্যালয় , শিক্ষক, শিক্ষার্থীসহ পড়া লেখা উন্নয়নের বিভিন্ন দিকনির্দেশনামুলক বক্তব্য রাখেন। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাঃ আলাউদ্দিন রতন। এসময় বিশেষ অতিথি হিসেবে আরোও বক্তব্য রাখেন,বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল কলেজের প্রভাষক মোঃ মাকসুদুর রহমান। বিদ্যালয় শিক্ষকদের পক্ষে বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন, বিদ্যালয়ের ইংরেজী শিক্ষক সাংবাদিক এম ছিদ্দিকুল্লাহ। এসময় আরও বক্তব্য রাখেন, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য আশরাফুল আলম প্রমুখ।
বিদায়ী শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন, বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী তানভীরুল আলম, ফাতেমা ও রবিউল ইসলাম। এসএসসি পরীক্ষার্থীদেরকে বিদায় জানিয়ে শুভেচ্ছা বক্তব্য রাখেন, দশম শ্রেণীর শিক্ষার্থী ফাতেমা আক্তার ও রাদিয়া জুবায়ের বণ্যা । পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন, এসএসসি পরীক্ষার্থী কারিমা আক্তার। দোয়া মুনাজাত পরিচালনা করেন, মাওলানা জেবল হক। অনুষ্ঠান সঞ্চালনায় ছিেেলন , বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ ইব্রাহিম। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইউপি সদস্য আলী আজগর, গজারিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খোরশেদ আলমসহ শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থীবৃন্দ।





আরও...