অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


দৌলতখানে কালবৈশাখের ঝড়ে স্কুলঘর বিধ্বস্ত


দৌলতখান প্রতিনিধি

প্রকাশিত: ২৮শে এপ্রিল ২০২৩ রাত ০৮:৩৩

remove_red_eye

৩৩৮

দৌলতখান প্রতিনিধি: ভোলার দৌলতখানে কালবৈশাখী ঝড়ে উপজেলার চরখলিফা ইউনিয়নের কলাকোপা গ্রামে স্কুলঘর ধ্বংসে পড়ে ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে । বৃহস্পতিবার সন্ধ্যায় বৈরী  আবহাওয়া ও প্রচন্ডবেগে কালবৈশাখীর ঘূর্ণি  ঝড়ের কবলে পড়ে ১০৬ নং পঃ দঃ মঃ কলাকোপা সরকারি প্রাথমিক বিদ্যালয়টি লন্ড ভন্ড হয়ে যায়। দুমড়ে মোচরে যায় টিন সেটের নির্মিত বিদ্যালয় ভবনটি।
 সরেজমিন দেখা যায়, প্রচন্ড ঘূর্ণিঝড়ের কবলে বিদ্যালয়টি পড়ে যাওয়ায় বিদ্যালয়ের আসবাবপত্র ও ফার্নিসারের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। শিঘ্র ক্ষতিগ্রস্ত স্কুলঘরটি নির্মিত না হলে স্কুলের নিয়মিত শতাধিক শিক্ষার্থীর লেখাপড়ার বিঘ্ন ঘটার প্রবল আশন্কা রয়েছে। শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীরা জানায়, দ্রæত ক্ষতিগ্রস্ত স্কুল ভবনটি সংস্কার করা না হলে ছাত্র-ছাত্রীদের লেখাপড়া অনিশ্চিত হয়ে পড়ার সম্ভাবনা রয়েছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাওলানা মাকসুদুর রহমান জানান, কালবৈশাখী ঝড়ের কবলে পড়ে ক্ষতিগ্রস্ত বিদ্যালয়টি সংস্কার করে পাঠদানের উপযোগী করতে দেড়লক্ষাধিক টাকায় প্রয়োজন। তিনি বিদ্যালয়টি মেরামত করে পাঠদানের জন্য এলাকাবাসী ও সংশ্লিষ্ট উর্ধতন কর্তৃপক্ষের দৃষ্টি কামনা করেছেন।