অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ২৯শে ডিসেম্বর ২০২৫ | ১৫ই পৌষ ১৪৩২


ভোলায় কৃষকের ধান কেটে বাড়ি পৌঁছে দিল ছাত্রলীগ


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২৮শে এপ্রিল ২০২৩ সন্ধ্যা ০৬:০৪

remove_red_eye

২৬২

বাংলার কণ্ঠ প্রতিবেদক: ভোলায় কৃষকের ধান কেটে মড়াই করে বাড়ি পৌছে দিলো জেলা ছাত্রলীগের নেতাকর্মীরা। কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশনা অনুযায়ী বৃহস্পতিবার (২৭ এপ্রিল) দুপুরে সদর উপজেলার শিবপুরে এক কৃষকের ৮০ শতাংশ জমির ধান কেটে বাড়ি পৌঁছে দেন তারা।
শিবপুর ইউনিয়নে ৩ নম্বর ওয়ার্ডের কৃষক কালিমুল্লাহ জানান, জেলা ছাত্রলীগের ১৫-২০জন নেতাকর্মী এসে তার জমির পাকা ধান কেটে খেতে মড়াই করে বাড়ি পৌঁছে দিয়েছেন। এতে তাঁর আর্থিক লাভবানের পাশাপাশি ঝড়-বৃষ্টি থেকে ধান রক্ষা পেয়েছে। তাই তিনি ছাত্রলীগের নেতাকর্মীদের প্রতিকৃজ্ঞতা প্রকাশ করেন। জেলা ছাত্রলীগ সভাপতি রায়হান আহমেদের নেতৃত্বে ধান কাটায় অংশগ্রহন করেন জেলা ছাত্রলীগের সহ-সভাপতি আহমেদ ফাহিম. সংগঠনিক সম্পাদক জয়দেব চন্দ্র, সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি নেওয়াজ শরীফ কুতুব, সহ-সভাপতি প্রান্ত চন্দ্র, সাধারণ সম্পাদক সালমান গোলদার প্রমূখ।
 জেলা ছাত্রলীগ সভাপতি রায়হান আহমেদ জানান, বাংলাদেশ ছাত্রলীগ বাংলাদেশের যে কোনো ক্রান্তিকালে সাধারণ মানুষের পাশে দাঁড়ায়। সেই থেকে কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশনা অনুযায়ী তাঁরা কৃষকদের ধান কেটে ঘরে তোলার কার্যক্রম শুরু করেছেন। যদিও ভোলায় এখনো অধিকাংশ ধানই পাকেনি। তাই তারা বৃহস্পতিবার সিমিত পরিসরে এটি শুরু করেছেন। পর্যায়ক্রমে ধান পাকার সাথে সাথে তাদের এ কার্যক্রম আরো বিশাল পরিসরে শুরু করবেন।