অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


তজুমদ্দিনের জেলেদের সাথে জলদস্যুদের সংর্ঘষ,সাত ডাকাত আটক


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৮ই ফেব্রুয়ারি ২০২০ রাত ০২:৪০

remove_red_eye

৭৫২





তজুমদ্দিন  প্রতিনিধি : ভোলার তজুমদ্দিন উপজেলা চরজহিরউদ্দিনের মেঘনার পাইলঘাট এলাকায় বৃহস্পতিবার রাতভর জেলেদের সাথে জলদস্যুদের সংঘষের ঘটনা ঘটছে। এসময় জেলেরা জলদস্যু লিডার শিপন শিকদারকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে। পালিয়ে যাওয়ার সময় রামগতি থানা পুলিশ আরো ছয় ডাকাতকে আটক করেছে।
তজুমদ্দিন থানার ওসি (তদন্ত) এনায়েত হোসেন জানান, বৃহস্পতিবার রাতে তজুমদ্দিনের মেঘনায় জেলে ট্রলারে একদল ডাকাত হামলা চালায়। এসময় জেলেরা একত্রিত হয়ে জলদস্যুদের ঘেরাও করে এবং সংঘর্ষের ঘটনা ঘটে। একপর্যায়ে জেলেরা দস্যুলিডার শিপন শিকদারকে আটক করে গণধোলাই দেয়। পরে সংবাদ পেয়ে চরজহিরউদ্দিন  পুলিশ ক্যাম্প ইনচার্জ এসআই বাবুল হোসেন ডাকাত শিপন শিকদারকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি  করে। তজুমদ্দিন থানার অফিসার ইন-চার্জ এসএম জিয়াউল হক জানান, জেলেদের ধাওয়া খেয়ে পালিয়ে যাওয়ার সময় রামগতি থানা পুলিশ আরো ছয় ডাকাতকে আট করতে সক্ষম হয়। আটককৃতরা হলো- দৌলতখানের চরখলিফার সাদেকের ছেলে কালাম (৩২), ফুলকাচিয়ার কাঞ্চন বেপারীর ছেলে খোরশেদ (৩০), বোরহানউদ্দিনের হাসাননগরের মঞ্জুর পাটওয়ারীর ছেলে জিসান (২৮), হাতিয়া জাহাজমারার তজল কবিরাজের ছেলে আশ্রাফ বেলাল (৩৫), নোয়াখালী চরজব্বারের আলী হোসেনের ছেলে মাহফুজ (৪৫), এবং কমলনগরের চরমাজিদার আঃ জলিলের ছেলে কামাল মাঝী (৪৫)। ওসি আরো জানান, ডাকাত শিপন শিকদার একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত আসামী এবং সাত বছর জেল খেটে জামিনে এসে পলাতক রয়েছে। আটককৃতদের কোর্টের মাধ্যমে জেল হাজতে প্রেরণের প্রস্তুতি চলছে।