অনলাইন সংস্করণ | ভোলা, শুক্রবার, ১লা নভেম্বর ২০২৪ | ১৬ই কার্তিক ১৪৩১


ভেজাল খাদ্য নিয়ন্ত্রনে ভোলায় তথ্য প্রযুক্তর ব্যবহার ও কুইজ প্রতিযোগিতা


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৬ই ফেব্রুয়ারি ২০২০ রাত ০৩:৫৯

remove_red_eye

৪৭১



 বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলায় ভেজাল খাদ্য নিয়ন্ত্রনে তথ্য প্রযুক্তির ব্যবহার বিষয়ক সেমিনার ও  বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ আতাহার মিয়ার সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক। এসময় উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মাহামুদুর রহমান, নাগরিক কমিটির সভাপতি মোঃ আবু তাহের, প্রেসক্লাব সম্পাদক অমিতাভ অপু প্রমুখ। মূল প্রবন্ধ পাঠ করেন জেলা শিক্ষা অফিসের গবেষনা কর্মকর্তা নুরে আলম ছিদ্দিক । অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরাসহ বিভিন্ন দফতরের প্রতিনিধিরা অংশ নেন।