অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৩০শে ডিসেম্বর ২০২৫ | ১৬ই পৌষ ১৪৩২


পাকিস্তানে ট্রাক-ভ্যান সংঘর্ষে ৯ জন নিহত


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২৬শে এপ্রিল ২০২৩ বিকাল ০৫:৩৪

remove_red_eye

২৫৫

পাকিস্তানের দক্ষিণাঞ্চলীয় সিন্ধু প্রদেশে মঙ্গরবার দিনের শেষে সড়ক দুর্ঘটনায় ৯ জন নিহত হয়। উদ্ধারকারী সংস্থা বুধবার সকালে সিনহুয়াকে এখবর জানায়।
সিন্ধুর সমন্বিত জরুরী এবং স্বাস্থ্য সেবা বিভাগ জানিয়েছে, থাত্তার চিল্লিয়ার কাছে একটি ট্রাক একটি ভ্যানকে সজোরে ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই ভ্যানের যাত্রী ৯ জনই নিহত হয়।
পুলিশ এবং উদ্ধারকর্মীরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে নিহতদের মরদেহ নিকটস্থ হাপাতালে পাঠিয়েছে।
পুলিশ ট্রাক চালকের বিরুদ্ধে মামলা করার আগেই ট্রাক চালক দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

সুত্র বাসস





আরও...