অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ২৯শে ডিসেম্বর ২০২৫ | ১৫ই পৌষ ১৪৩২


ভোলায় ২৫ হাফেজকে দেওয়া হলো সম্মাননা পাগড়ী


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২৫শে এপ্রিল ২০২৩ রাত ০৯:৫৩

remove_red_eye

৫৯৭

এইচ আর সুমন: ভোলায় খলিফা পট্টি ফেরদাউসিয়া হাফেজিয়া ও নূরানী মাদ্রাসার ২৫জন আল কোরআনের হাফেজ হয়েছেন। ১৮ এপ্রিল মঙ্গলবার খলিফা পট্টি ফেরদাউসিয়া জামে মসজিদে পবিত্র সবে কদরের রাতে এশার নামাজ শেষে নবাগত আল কোরআনের হাফেজদেরকে পাগড়ী প্রদান সহ উপহার সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হয়। হিফজ সমাপনী ও বিদায়ী ২৫ জন শিক্ষার্থীদের পাগড়ী প্রদান ও দোয়া মোনাজাত অনুষ্ঠানটি পরিচালনা করেন খলিফা পট্টি ফেরদাউসিয়া জামে মসজিদের খতিব আলহাজ্ব মাওলানা  মুফতি মোঃ মজির উদ্দিন। নবাগত আল কোরআনের হাফেজদের পাগড়ী পড়িয়ে দেন মসজিদ কমিটির পরিচালনা কমিটির সদস্য সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এ বছর হিফজ সম্পন্ন করা ২৫ জন শিক্ষার্থী হলেন ,বোরহান উদ্দিনের মোঃ জাকির হোসেনের পুত্র হাফেজ মোঃ মাহাবুবুর রহমান, ভোলা সদরের দক্ষিণ বাপ্তার মোঃ বজলুর রহমানের পুত্র হাফেজ মোঃ আবিদ, ভোলা সদর ভেলুমিয়ার মোঃ আঃ হাইয়ের পুত্র হাফেজ মোঃ আরিফুল ইসলাম, ভোলা সদর চর ছিফলির মোঃইলিয়াছের পুত্র হাফেজ মোঃ তানজিল, ভোলা সদর চরনোয়াবাদ মোঃ হারুন অর রশিদের পুত্র হাফেজ মোঃ ওমর ফারুক, ভোলার সদর বাংলাবাজারের মোঃ মনোয়ারের পুত্র হাফেজ মোঃ ছরোয়ার, ভোলা সদর পশ্চিম ইলিশার মোঃ শিহাব উদ্দিনের পুত্র হাফেজ মোঃ কাওছার, বোরহান উদ্দিনের মাওঃ মোঃ হোসাইনের পুত্র হাফেজ মোঃ নোমান বিন হোসাইন, ভোলা সদর ঘুইংগার হাটের মোঃ আবুল খায়েরের পুত্র হাফেজ মোঃ রবিউল ইসলাম, ভোলা সদর কালীনাথ বাজারের হাঃ মাওঃ মোঃ সাইফুল্লার পুত্র হাফেজ মোঃ  ইয়াহইয়া, লালমোহনের মোঃ ওমর ফারুকের পুত্র হাফেজ মোঃ জাবের, বোরহান উদ্দিন খায়েহাট রাস্তার মাথার মোঃ আবু হালিমের পুত্র হাফেজ মোঃআদনান, ভোলা সদর ঘুইংগার হাটের মোঃ আবুল বাশারের পুত্র হাফেজ মোঃ ছানাউল্লাহ, ভোলা সদর চরনোয়াবাদের মোঃ নাজিম উদ্দিনের পুত্র হাফেজ মোঃ ইয়াছির, ভোলা সদর চর সামাইয়া মোঃ মাকসুদুর রহমানের পুত্র হাফেজ মোঃ নাজিম উদ্দিন, তজুমদ্দিনের মোঃ ভুট্টু মিয়ার পুত্র হাফেজ মোঃ মাহমুদ, ভোলা সদর বাপ্তার মোঃ ইব্রাহিম হোসেনের পুত্র হাফেজ মোঃ মাহাদি হাসান, ভোলা সদর জামিরালতার মোঃ সাইফুল ইসলামের পুত্র হাফেজ মোঃ আব্দুর রহমান, ভোলা সদর পশ্চিম ইলিশার মাওঃ মোঃ আব্দুল কাইয়ুমের পুত্র হাফেজ মোঃ মিনহাজ, ভোলা সদর বাংলাবাজারের মরহুম আবুল কাশেমের পুত্র মোঃ আল হাসান, ভোলা সদর পাখির পুলের মোঃ আবু সুফিয়ানের পুত্র হাফেজ মোঃ আব্দুল্লাহ সিয়াম, ভোলা সদর চরপাতার মোঃ ইউনুসের পুত্র হাফেজ মোঃ রমজান আলী, ভোলা সদর পশ্চিম কানাইনগরের মোঃ ওসমান গনির পুত্র হাফেজ মোঃ শহিদুল ইসলাম, ভোলা সদর দরগাহ রোডের মোঃ আমির হোসেনের পুত্র হাফেজ মোঃ নাঈম হোসেন, বোরহান উদ্দিনের মোঃ সাদেক মিয়ার পুত্র হাফেজ মোঃ জুবায়ের হোসেন।
এ বছর হিফজ সম্পন্ন করা পাগড়ী  প্রাপ্ত ২৫ শিক্ষার্থীরা যাদের পরশে আল কোরআনের হাফেজ হলেন তারা হলেন শ্রদ্ধেয় আলহাজ্ব হাফেজ মাওলানা মোঃ মিজানুর রহমান দাঃবাঃ, হাফেজ মাওলানা মোঃ জামাল উদ্দিন দাঃবাঃ, হাফেজ মাওলানা মোঃ জাকারিয়া দাঃবাঃ,  হাফেজ মাওলানা মোঃ মাসুদুর রহমান দাঃবাঃ।