অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ১৩ই জানুয়ারী ২০২৫ | ৩০শে পৌষ ১৪৩১


রাষ্ট্রপতি আগামীকাল বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করবেন


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২৫শে এপ্রিল ২০২৩ সন্ধ্যা ০৬:০৭

remove_red_eye

১৫৯

রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন আগামীকাল টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন। দুপুর সাড়ে ১২টায় টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে তিনি এই শ্রদ্ধা জানাবেন। 
সেনা, নৌ ও বিমান বাহিনীর একটি চৌকস দল সেখানে তাঁকে অনার গার্ড প্রদান করবেন। রাষ্ট্রপ্রধান মোটর শোভাযাত্রায় পদ্মা সেতু হয়ে টুঙ্গিপাড়া যাবেন। 
রাষ্ট্রপতি সাহাবুদ্দিন সেখানে ফাতেহা পাঠ করবেন এবং বঙ্গবন্ধু ও ১৫ আগস্টের শহীদদের বিদেহী আত্মার  শান্তি কামনায় মোনাজাতে অংশ নেবেন।
রাষ্ট্রপতি মাজার প্রাঙ্গণে দর্শনার্থী বইয়েও স্বাক্ষর করবেন। বিকেলে তাঁর বঙ্গভবনে ফেরার কথা রয়েছে।

সুত্র বাসস