অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ১৩ই জানুয়ারী ২০২৫ | ৩০শে পৌষ ১৪৩১


‘এক বিশ্ব এক স্বাস্থ্য’ সম্মিলনে অংশ নিতে ভারতে গেছেন স্বাস্থ্যমন্ত্রী


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২৫শে এপ্রিল ২০২৩ সন্ধ্যা ০৬:০৩

remove_red_eye

১৪৩

‘এক বিশ্ব এক স্বাস্থ্য’ সম্মেলনে অংশ নিতে ভারত গেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক। আজ মঙ্গলবার দুপুরে বিমানে ভারতের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন তিনি।
দিল্লির প্রগতি ময়দানে ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় আয়োজিত তিনদিন ব্যাপী এই সম্মেলন আগামী ২৬ থেকে ২৮ এপ্রিল পর্যন্ত অনুষ্ঠিত হবে। বিশ্ব স্বাস্থ্যসেবাকে একীভুত স্বাস্থ্যসেবার আওতায় নিয়ে আসাই এই সম্মেলনের উদ্দেশ্য। 
স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক এবিএম খুরশীদ আলম স্বাস্থ্যমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে রয়েছেন। সম্মেলনের উদ্দেশ্য হচ্ছে, বিশ্বব্যাপী সমমান সম্পন্ন স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বিশ্ব অংশীদারিত্ব বৃদ্ধি করা। 
সম্মেলনে মধ্যপ্রচ্য, আফ্রিকা, সার্কভুক্ত দেশসমূহসহ বিশ্বের ৭০ টি দেশের প্রায় ৫০০ প্রতিনিধি অংশ নেবেন।

সুত্র বাসস