অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ২৯শে ডিসেম্বর ২০২৫ | ১৫ই পৌষ ১৪৩২


ভোলায় কর নির্ধারনে মেয়রের গণশুনানী


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২৪শে এপ্রিল ২০২৩ রাত ১১:০৯

remove_red_eye

২১৬

বাংলার কণ্ঠ প্রতিবেদক: ভোলায়  পৌর কর নির্ধারনে সোমবার দুপুর  থেকে  শুরু হয়েছে ৩ দিনের গণশুনানী ।  প্রথম দিন বিকাল পর্যন্ত ৩টি ওয়ার্ডের শুনানী শেষ হয়। পৌর মেয়র মোহাম্মদ মনিরুজ্জামান উপস্থিত থেকে পৌরবাসীদের মতামতের ভিত্তিতে কর নির্ধারন করেন। এ সময় উপস্থিত ছিলেন পৌরসভার প্রধান নির্বাহী  প্যানেল মেয়র মোস্তাফিজুর রহমান , প্যানেল মেয়র সালাউদ্দিন লিংকন, কাউন্সিলর মাইনুল ইসলাম শামিম, কাউন্সিলর মিজানুর রহমান, কাউন্সিলর ওমর ফারুকসহ নাগরিক সমাজের প্রতিনিধিরা। এ সময় পৌর মেয়র জানান, পৌর স্টাফরা কর নির্ধারনে কিছু অনিয়ম করেছে এমন অভিযোগ ওঠায় এই গণশুনানীর আয়োজন করা হয়েছে। গেল বছর এক জনের কর ছিল ৪ হাজার টাকা। এ বছর ওই একই বাড়ির কর ধরা হয় ২৭ হাজার টাকা । এমন কিছু বিষয় অস্বাভাবিক মনে হয়েছে। তাই গণশুনানীতে পৌরবাসীকে আমন্ত্রন জানানো হয়। অপরদিকে দীর্ঘ দিন পৌর মেয়র এলাকায় উপস্থিত না থাকায় এমন অনিয়ম সৃষ্টি হয়েছে বলেও অভিযোগ করেন নাগরিকরা।





আরও...