অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ২৯শে ডিসেম্বর ২০২৫ | ১৫ই পৌষ ১৪৩২


ভোলার দক্ষিণ দিঘলদীতে মোশারফ স্যার স্মৃতি পাঠাগার উদ্বোধন


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২৪শে এপ্রিল ২০২৩ রাত ১০:৫৪

remove_red_eye

৩৩১

এম. ছিদ্দিকুল্লাহ: নিয়মিত পাঠাভ্যাস গড়ে তোলা  এবং মাদক নেশা ও মোবাইলের অপব্যবহার থেকে তরুণ সমাজকে দুরে রাখতে ভোলায় মরহুম মোশারফ স্যার স্মৃতি পাঠাগার উদ্বোধন করা হয়েছে।  রবিরার দুপুরে সদর উপজেলার দক্ষিণ দিঘলদী ইউনিয়নের নেয়ামতপুর মাধ্যমিক বিদল্যায়ের সামনে এলাকা সূর্যসন্তান ৬৯’র গণ গণ আন্দোলনের মহানয়ক সাবেক বাণিজ্যমন্ত্রী ভোলা -১ আসনের সাংসদ তোফায়েল আহমেদেকে শ্রদ্ধা জানিয়ে বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে এ পাঠাগারের উদ্বোধন করা হয়। পরে ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে ওই বিদ্যালয় মাঠে দিনব্যাপী সাহিত্য আড্ডা,মনোজ্ঞ সাংষ্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগীত অনুষ্ঠিত হয়। পরে অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে বিকালে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ এবং গুণিজনদের  বিশেষ সম্মাননা প্রদান করা হয়।
মোশারফ স্যার সাহিত্য ও সেবা সংস্থার প্রতিষ্ঠাতা ও সভাপতি জোবায়েদ হোসেনের  সভাপতিত্বে ও কেন্দ্রীয় ছাত্রলীগের কার্যনির্বাহী পরিষদের সাবেক সহ-সম্পাদক আবু সাঈদ রাজুর সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলা বাজার ফাতেমা খানম কলেজের বাংলা বিষয়ের প্রভাষক কবি হালাদার মাকসুদ , দৌলতখান সডেল সরকারী প্রাধমিক বিদ্যালয়ের শিক্ষিকা কবি ফাহিমা আমিন   বিএসটিআই’র পরিচালক তালাত মাহমুদ,  দক্ষিণ দিঘলদীআমীলীগের রফিকুল আলম খোকন। এসময় বক্তরা বলেন, নেয়ামত পুর মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মরহুম মোশারেফ হোসেন ছিলেন শিক্ষার আলো জ্বালানোর মশাল। তার শিক্ষায় শিক্ষিত হয়ে এলাকার শত শত ছেলে মেয়েরা উ্চ শিক্ষিত হয়ে দেশে বিদেশে মানব সেবা দিয়ে যাচ্ছে। তার অসামান্য অবদান চির অ¤øান রাখার জন্য তার প্রিয় শিক্ষার্থীবৃৃৃৃন্দ মোশারেফ হোসেনের ভাতিজা ও ছাত্র জোবায়েদ হোসেনের নেতৃত্বে তার নামে “মোশারেফ হোসেন স্মৃতি পাঠাগার” প্রতিষ্ঠা করা হয়। এ প্রতিষ্ঠানকে ঘিরে এলাকার তরুণ ও যুব সমাজকে সামাজিক অবক্ষয়,অপসংস্কৃতি যেমন মাদক নেশা ও মোবাইলের অপব্যবহার থেকে রক্ষা পাবে এবং তরুন প্রজম্মের মধ্যে  পড়াশোনার অভ্যাস উঠবে বলেও বক্তারা আশাবাদ ব্যক্ত করেন। পাশাপাশি শুরু হবে সমাজ বির্নিমানে  নানামূখী উদ্যোগ।
এসময় উপস্থিত ছিলেন , ভোলা জেলা সড়ক ও জনপদ বিভাগের এসডি প্রকৌশলী রাসেল আহমেদ,এটিএন বাংলা টেলিভিশন ও দৈনিক ভোরের অঙ্গিকার পত্রিকার জেলা প্রতিনিধি ভোলা প্রেসক্লাব দপ্তর সম্পাদক এম. ছিদ্দিকুল্লাহ,  বাসসের সাংবাদিক হাসনাইন আহমেদ মুন্না,মোহনা টেলিভিশনের জেলা প্রতিনিধি ভোলা প্রেসক্লাব সংস্কৃতিক সম্পাদক জসিম রানা, দৈনিক জনকন্ঠের দৌলতখান প্রতিনিধি মামুন, পুলিশ সার্জেন আওলাদ হোসেন আজিম সহ বিশিষ্টজনরা প্রমুখ।
অনুষ্ঠানের শেষ পর্বে  এলাকার সন্তান চার গুণি সন্তান এ্যাডভোকেট মিজানুর রহমান, একমি বরিশাল গিয়াস উদ্দিন হাওলাদার, বিশিষ্ট সমাজ সেবক ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রফিকুল আলম খোকন, দক্ষিণ দিঘলদী ইউনিয়নের প্রায়াত জনপ্রিয় চেয়ারম্যান মোমারেফ হোসেনের ছেলে বাসস (বাংলাদেশ সংবাদ সংস্থা) এর  নিজস্ব প্রতিবেদক হাসনাইন আহমেদ মুন্নাকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়।