অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৩০শে ডিসেম্বর ২০২৫ | ১৫ই পৌষ ১৪৩২


পঙ্কজ ভট্টাচার্যের মৃত্যুতে আমির হোসেন আমুর শোক


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২৪শে এপ্রিল ২০২৩ সন্ধ্যা ০৬:১৫

remove_red_eye

২১৭

ঐক্য ন্যাপের সভাপতি, মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও প্রবীণ রাজনীতিবিদ পঙ্কজ ভট্টাচার্যের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য এবং কেন্দ্রীয় ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু এমপি।
এক শোকবার্তায় আমির হোসেন আমু  প্রয়াত নেতার বিদেহী আত্মার শান্তি কামনা করেন ও তার শোক-সন্তপ্ত পরিবারের প্রতি গভীর  সমবেদনা জানান।
শোকবার্তায়  আমির হোসেন আমু  বলেন, মহান মুক্তিযুদ্ধে পঙ্কজ ভট্টাচায়ের অবদান  চির  স্মরণীয় হয়ে থাকবে। তিনি গণমানুষের  অধিকার আদায়ের সংগ্রামে অবিচল ছিলেন। তার মৃত্যু জাতীয়  রাজনীতিতে এক অপুরণীয় ক্ষতি।

 





আরও...