অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৪ই পৌষ ১৪৩২


সিরি এ: ৩৩ বছর পর শিরোপার জয়ের সুবাস পাচ্ছে নাপোলি


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২৪শে এপ্রিল ২০২৩ সন্ধ্যা ০৬:০৫

remove_red_eye

২২৫

দীর্ঘ ৩৩ বছর পর সিরি এ’  শিরোপা জয়ের গন্ধ পাচ্ছে নাপোলি।
গতরাতে আসরে  নিজেদের ৩১তম ম্যাচে নাপোলি ১-০ গোলে হারিয়েছে জুভেন্টাসকে। এই জয়ে ৩১ ম্যাচে ৭৮ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষস্থান ধরে রেখেছে নাপোলি। আর মাত্র ৫ পয়েন্ট পেলেই ৩৩ বছর পর সিরি এ  শিরোপার স্বাদ পাবে নাপোলি। 
আর যদি ৩২তম রাউন্ডের ম্যাচে নাপোলি জয় পায় এবং লাৎসিও হেরে যায়, তাহলে তখনই ৩৩ বছর পর শিরোপা উৎসবে মাতবে নাপোলি। সর্বশেষ ১৯৯০ সালে শিরোপা জিতেছিলো নাপোলি।
৩১ ম্যাচে ৬১ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয়স্থানে আছে লাৎসিও। লাৎসিওর চেয়ে ১৭ পয়েন্টে এগিয়ে নাপোলি।
জুভেন্টাসের মাঠে নির্ধারিত ৯০ মিনিটে গোলের দেখা পায়নি নাপোলি। ম্যাচের দ্বিতীয়ার্ধের ইনজুরি সময়ে গিয়াকোমো রাসপাডোরির গোলে ম্যাচ জিতে নাপোলি। ভিএআরের কারনে জুভেন্টাসের দু’টি গোল বাতিল হয়েছে। নয়তো ম্যাচের ফল অন্যরকম হতে পারতো।

সুত্র বাসস