অনলাইন সংস্করণ | ভোলা, শুক্রবার, ১৪ই নভেম্বর ২০২৫ | ৩০শে কার্তিক ১৪৩২


সুদানে মার্কিন দূতাবাস কর্মীদের সরিয়ে নেয়া হয়েছে


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২৪শে এপ্রিল ২০২৩ সন্ধ্যা ০৬:০৪

remove_red_eye

২৩৭

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, রোববার মার্কিন সামরিক বাহিনী খার্তুম থেকে তাদের দূতাবাসের কর্মীদের সরিয়ে নিয়েছে। সুদানী সেনাবাহিনী ও একটি আধাসামরিক গোষ্ঠীর মধ্যে লড়াই কিছুটা শিথিল থাকার পর দ্বিতীয় সপ্তাহে প্রবেশ করেছে।
সুদানের এই যুদ্ধে শ’ শ’ লোক মারা গেছে ও হাজার হাজার আহত হয়েছে। জীবিতরা বিদ্যুৎ ও খাদ্যাভাব মোকাবিলা করছে।
বাইডেন ওয়াশিংটন সময় শনিবার গভীর রাতে এক বিবৃতিতে বলেছেন, ‘আজ, আমার নির্দেশে, আমাদের সামরিক বাহিনী খার্তুম থেকে মার্কিন সরকারের দূতাবাসের কর্মীদের সরিয়ে নেয়া হয়েছে।’ খবর এএফপি’র।
জিবুতি, ইথিওপিয়া ও সৌদি আরব অপারেশনে সহায়তার কথা উল্লেখ করে তিনি পরিষেবা সদস্যদের যারা সফলভাবে তাদের নিরাপত্তায় ফিরিয়ে এনেছেন তাদের অতুলনীয় দক্ষতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।
র‌্যাপিড সাপোর্ট ফোর্সেস, ভারী সশস্ত্র আধাসামরিক গোষ্ঠী বর্তমানে রাজধানী এবং অন্যত্র নিয়মিত সেনাবাহিনীর কর্তৃত্বকে চ্যালেঞ্জ করেছে। কয়েক ঘন্টা আগে টুইট করেছে যে, এটি কূটনীতিকদের এবং তাদের পরিবারকে সরিয়ে নেওয়ার জন্য রোববার সকালে ৬টি বিমান করে মার্কিন বাহিনী মিশনের সাথে কাজ করেছে।’
বিদেশী দেশগুলা বলেছে, তারাও সুদানের প্রধান বিমানবন্দর বন্ধ থাকা সত্ত্বেও তাদের হাজার হাজার নাগরিককে সরিয়ে নেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে।
বেসামরিক নাগরিকদের সরিয়ে নেওয়ার প্রথম ঘোষণার একদিন আগে বিভিন্ন দেশের ১৫০ জনেরও বেশি মানুষ সৌদি আরবে পৌঁছেছে।
ঈদ-উল-ফিতরের প্রথম দিন শুক্রবার অস্থায়ী যুদ্ধবিরতির পর খার্তুমে পূর্ণাঙ্গ লড়াই শুরু হলে রাজ্যের নৌ বাহিনী কূটনীতিক এবং আন্তর্জাতিক কর্মকর্তাসহ বেসামরিক নাগরিকদের লোহিত সাগর পার করে পোর্ট সুদান থেকে জেদ্দায় নিয়ে যায়।
মুসলমানদের পবিত্র রমজান মাসের সমাপ্তির পর সুদানিরা অন্যতম প্রধান ঈদ উৎসব ভয়ে উদাপন করতে পারেনি।
এর আগে শনিবার, সুদানের সেনাবাহিনী বলেছে, তাদের প্রধান আবদেল ফাত্তাহ আল-বুরহান  নাগরিক সুবিধা ও নিরাপত্তা নিশ্চিত করার লক্ষে কূটনৈতিক মিশনগুলিকে সরিয়ে নেওয়ার ব্যপারে একাধিক দেশের নেতাদের কাছ থেকে কল পেয়েছেন।
মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ফ্রান্স এবং চীন সামরিক বিমান ব্যবহার করে তাদের নাগরিকদের খার্তুম থেকে সরিয়ে নেয়ার পরিকল্পনা করছে উল্লেখ করে সেনাবাহিনী বলেছে ‘আগামী কয়েক ঘন্টার মধ্যে’ স্থানান্তর শুরু হবে বলে আশা করা হচ্ছে।

সুত্র বাসস





ভোলা-বরিশাল সেতু সহ পাঁচ দফা দাবিতে তেঁতুলিয়া নদী পেরিয়ে ছাত্র যুবকের ঢাকার পথে লংমার্চ

ভোলা-বরিশাল সেতু সহ পাঁচ দফা দাবিতে তেঁতুলিয়া নদী পেরিয়ে ছাত্র যুবকের ঢাকার পথে লংমার্চ

মানবিকতার আলোকবর্তিকা : ভোলার প্রিয় জেলা প্রশাসক আজাদ জাহানের বিদায়বেলা

মানবিকতার আলোকবর্তিকা : ভোলার প্রিয় জেলা প্রশাসক আজাদ জাহানের বিদায়বেলা

ভোলার মানবিক ডিসি মো. আজাদ জাহান অন্যত্র যোগদান, রেখে গেলেন সেবার উজ্জ্বল দৃষ্টান্ত

ভোলার মানবিক ডিসি মো. আজাদ জাহান অন্যত্র যোগদান, রেখে গেলেন সেবার উজ্জ্বল দৃষ্টান্ত

মনপুরায় যুবদল-ছাত্রদলের বিক্ষোভ সমাবেশ

মনপুরায় যুবদল-ছাত্রদলের বিক্ষোভ সমাবেশ

জুলাই সনদ ও গণভোটের আগে নির্বাচন নয় : মনপুরায় প্রফেসর কামাল উদ্দিন

জুলাই সনদ ও গণভোটের আগে নির্বাচন নয় : মনপুরায় প্রফেসর কামাল উদ্দিন

মনপুরায় ধানক্ষেত থেকে হরিণ শাবক উদ্ধার

মনপুরায় ধানক্ষেত থেকে হরিণ শাবক উদ্ধার

বরিশালে রেইজ প্রকল্পের দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজন নানা পন্য নিয়ে উদ্যোক্তাদের মেলা

বরিশালে রেইজ প্রকল্পের দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজন নানা পন্য নিয়ে উদ্যোক্তাদের মেলা

ফেব্রুয়ারিতে উৎসবমুখর ও সুষ্ঠু নির্বাচনের সব প্রস্তুতি নিচ্ছে সরকার: প্রধান উপদেষ্টা

ফেব্রুয়ারিতে উৎসবমুখর ও সুষ্ঠু নির্বাচনের সব প্রস্তুতি নিচ্ছে সরকার: প্রধান উপদেষ্টা

জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে জাতির উদ্দেশে যা বললেন প্রধান উপদেষ্টা

জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে জাতির উদ্দেশে যা বললেন প্রধান উপদেষ্টা

চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকার আহ্বান সেনাপ্রধানের

চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকার আহ্বান সেনাপ্রধানের

আরও...