অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


শিক্ষার্থীদের মাঝে চর্যাপদ একাডেমির বই উপহার


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২৪শে এপ্রিল ২০২৩ বিকাল ০৫:২৮

remove_red_eye

৩৩০

চাঁদপুর সদর উপজেলার হানারচর ইউনিয়নের সাপলেজা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কিশোর-কিশোরী ক্লাবের শিক্ষার্থীদের বই উপহার দিয়েছে চর্যাপদ সাহিত্য একাডেমি। গত ১৫ এপ্রিল দুপুরে তাদের হাতে বই তুলে দেওয়া হয়।

চর্যাপদ একাডেমির মহাপরিচালক অ্যাডভোকেট রফিকুজ্জামান রণির সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেন্ডার প্রমোটর খাইরুল আলম জনি।

শুভেচ্ছা বক্তব্য রাখেন একাডেমির উপ-মহাপরিচালক দুখাই মুহাম্মাদ, নির্বাহী সদস্য কামরুন্নাহার বিউটি এবং ক্লাবের সংগীত প্রশিক্ষক মহিমা লোধ।

কিশোর-কিশোরী ক্লাবের সব শিক্ষার্থীর হাতে উপহার হিসেবে বই তুলে দেওয়ার পাশাপাশি বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ বিষয়ক কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়।

এতে তিনজনকে পুরস্কৃত করা হয়। পুরস্কারপ্রাপ্তরা হলেন কামরুল হাসান, মিথিলা আক্তার ও ফারজানা আক্তার।

বই উপহার কর্মসূচির প্রধান উদ্যোক্তা অ্যাডভোকেট রফিকুজ্জামান রণি বলেন, ‘মাদক, জঙ্গীবাদ ও ইভটিজিং বিরোধী আন্দোলন হিসেবে এমন উদ্যোগ নেওয়া হয়েছে। গত ৪ বছরে প্রায় ৯ হাজার পাঠকের হাতে বই তুলে দিয়েছে চর্যাপদ সাহিত্য একাডেমি।’

সুত্র জাগো