অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ১৩ই জানুয়ারী ২০২৫ | ৩০শে পৌষ ১৪৩১


দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন আমির হোসেন আমু


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২০শে এপ্রিল ২০২৩ বিকাল ০৪:৫৯

remove_red_eye

২০৭

পবিত্র ঈদ উল ফিতর  উপলক্ষে ১৪ দলের পক্ষ থেকে দেশবাসীকে শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন আওয়ামী লীগের  উপদেষ্টা পরিষদের সদস্য এবং কেন্দ্রীয় ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু এমপি। 
আজ বৃহষ্পতিবার এক শুভেচ্ছা বার্তায় আমির হোসেন আমু দেশবাসীর শান্তি ও সমৃদ্ধি কামনা করে সমাজের ধনী-গরীব ধর্ম-বর্ণ, গোত্র, জাতিগোষ্ঠী সম্প্রদায় নির্বিশেষে সবাইকে পারস্পরিক সহযোগিতা ও সহমর্মিতার মধ্য দিয়ে ঈদের খুশি ভাগাভাগি করে নেয়ার আহবান জানান। 
আওয়ামী লীগের প্রবীন এই নেতা বলেন, বৈশ্বিক সংকট স্বত্বেও ঈদকে আনন্দময় করে তুলতে হত দরিদ্র ও সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মাঝে ঈদ সামগ্রী পৌঁছে দিয়েছে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার। 
বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতা এবং নারী, শিশু সহ সমাজের অনগ্রসর জনগোষ্ঠীর কল্যানে নেয়া সরকারের কর্মসূচির  উপষকারভোগীদের খোঁজ খবর নিতে  আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার নির্দেশনা সফল বাস্তবায়ন করতে নেতাকর্মীদের প্রতি আহবান জানান তিনি।

সুত্র বাসস