অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ২৯শে ডিসেম্বর ২০২৫ | ১৫ই পৌষ ১৪৩২


সংবিধান অনুযায়ী নির্বাচন হবে কেউ ঠেকিয়ে রাখতে পারবে না: তোফায়েল আহমেদ


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৯শে এপ্রিল ২০২৩ রাত ১১:৪৫

remove_red_eye

২৬০

বাংলার কণ্ঠ প্রতিবেদক: আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য, সাবেক বাণিজ্য মন্ত্রী ও ভোলা-১ আসনের সংসদ সদস্য তোফায়েল আহমেদ বলেছেন, বিএনপি একটা দল কোনো কাজ নাই কেবল আওয়ামী লীগের সমালোচনা করে। তারা (বিএনপি) বলে যে, দেশে গনতন্ত্র নাই। বিএনপির জন্মই তো হয়েছে ক্যান্টমেন্টে, তাদের কাছে গনতন্ত্র কি? কতো হাজার হাজার লোককে জিয়াউর রহমান হত্যা করেছে, বিনা কারনে ফাঁসি দিয়েছে।  বিএনপি তত্ববধায়ক সরকারে দাবি করছে। তত্বাবধায়ক সরকার আর কোনো দিন হবে না। নির্বাচন হবে ক্ষমতাশীন দলের অধীনে। আর এতে যদি কেউ অংশগ্রহন না করে সেটা তাদের নিজস্ব দলীয় মতামত। আমাদের কিছু করার নাই। কিন্তু সঠিক সময়ে বাংলাদেশের সংবিধান অনুযায়ী নির্বাচন হবেই। এই নির্বাচন কেউ ঠেকিয়ে রাখতে পারবে না।
বুধবার দুপুরে ভোলা সদর উপজেলার ইলিশা ইউনিয়নে ঈদুল ফিতর উপলক্ষে অসহায়দের মাঝে ঈদ উপহার বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে  তোফায়েল আহমেদ এসব কথা বলেন।
তিনি আরো বলেন,  শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ আন্তর্জাতিক বিশে^ উন্নয়নের রোল মডেলে পরিনত হয়েছে। বাংলাদেশে যে উন্নয়ন হয়েছে, বিদেশী যারা বাংলাদেশে আসে তারা অবাক হয়ে যায়। কি করে একটি দেশে এতো উন্নয়ন হয়েছে। আজ বাংলাদেশ উন্নয়নের রোলমডেল ।
বুধবার সকাল থেকে সদর উপজেলার  ধনিয়া, বাপ্তা , কাচিয়া , ইলিশা, পশ্চিম ইলিশা, রাজাপুর ও শিবপুরসহ বিভিন্ন  ইউনিয়নে গিয়ে  দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করেন তোফায়েল আহমেদ। এ সময় উপস্থিত এলাকার মানুষের উদ্দেশ্যে বক্তব্য রাখেন তিনি। এসব পথসভায় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি  ও জেলা পরিষদ চেয়ারম্যান আবদুল মমিন টুলু, জেলা আওয়ামী লীগের সম্পাদক মইনুল হোসেন বিপ্লব, উপজেলা আওয়ামী লীগ সম্পাদক নজরুল ইসলাম গোলদার, জেলা আওয়ামী লীগ যুগ্ম সম্পাদক জহুরুল ইসলাম নকিব, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোঃ সফিকুল ইসলাম,  উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আজিজুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগ যুগ্ম সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম, ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন ছোটন , ইউপি চেয়ারম্যান এমদাদ হোসেন কবির, শিবপুর ইউপি চেয়ারম্যান  মোঃ জসিম উদ্দিন,  ইউপি চেয়ারম্যান রেজাউল হক মিঠু চৌধুরী,  সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান খান, জেলা শ্রমিক লীগ সভাপতি হারুন হাওলাদার, জেলা শ্রমিক লীগ সম্পাদক মোঃ ফারুক, ইলিশা ইউনিয়ন আওয়ামী লীগ সহসভাপতি সরোয়াদ্দি মাস্টার, শিবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সম্পাদক মোঃ মনিরুল ইসলাম প্রমুখ।





আরও...